শিরোনাম
ইরানে প্রেসিডেন্টের ভাই গ্রেফতার
প্রকাশ : ১৭ জুলাই ২০১৭, ০৪:০২
ইরানে প্রেসিডেন্টের ভাই গ্রেফতার
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির ছোট ভাই হোসেন ফেরেইদুনকে দুর্নীতির অভিযোগে গ্রেফতারর করা হয়েছে। বিচার বিভাগ সূত্র রবিবার এ কথা জানিয়েছে।


টেলিভিশনে প্রচারিত সংবাদ সম্মেলনে বিচার বিভাগের উপপ্রধান গোলামহোসেন মোহসেনি ইজেই বলেন, এই ব্যক্তির (হোসেন ফেরেইদুন) বিষয়ে কয়েক দফা তদন্ত করা হয়েছে। আরও কয়েকজনের বিষয়ে তদন্ত হয়েছে, যাদের কেউ কেউ কারাগারে। মোহসেনি আরও বলেন, শনিবার ফেরেইদুনকে জামিন দেয়া হয়েছিল। কিন্তু তিনি তাঁর সদ্বব্যবহার করতে না পারায় কারাগারে পাঠানো হয়।


হোসেন ফেরেইদুন প্রেসিডেন্ট রুহানির গুরুত্বপূর্ণ উপদেষ্টা হিসেবে কাজ করতেন। প্রেসিডেন্টের কাছে যাওয়ার জন্য তাঁর সহায়তা নিতে হতো। সরকারের জেনারেল ইন্সপেকশন অর্গানাইজেশন দপ্তরের প্রধান নাসের সিরাজ এক বছর আগে আর্থিক অনিয়মের অভিযোগ করেছিলেন ফেরেইদুনের বিরুদ্ধে।


ফেরেদুনের বিরুদ্ধে রাষ্ট্রীয় ইন্সুরেন্স কোম্পানির ব্যবস্থাপকদের বেতন বাড়ানোর ক্ষেত্রে অনিয়মের অভিযোগও রয়েছে। তবে তিনি বরাবরই সব ধরনের দুর্নীতির অভিযোগ অস্বীকার করে আসছেন।


দুই মাস আগে প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত রুহানি তার ভাইয়ের এই কেলেঙ্কারি নিয়ে চাপের মধ্যে রয়েছেন। ভোটের সময় দুর্নীতির বিষয়ে তার নীতিও ব্যাপক সমালোচনায় পড়েছিল। সূত্র: বিবিসি


বিবার্তা/পলাশ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com