শিরোনাম
বিমান বিধ্বংসী অস্ত্রের পরীক্ষা চালালো উ.কোরিয়া
প্রকাশ : ২৮ মে ২০১৭, ১২:৪৭
বিমান বিধ্বংসী অস্ত্রের পরীক্ষা চালালো উ.কোরিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

নতুন একটি বিমান বিধ্বংসী অস্ত্রের পরীক্ষা পর্যবেক্ষণ শেষে তা সারা দেশে মোতায়েন ও ব্যাপক উৎপাদনের নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার এক সপ্তাহের মধ্যেই রবিবার দেশটির সরকারি বার্তা সংস্থা কেসিএনএ এ তথ্য জানায়।

 

বিমানবিধ্বংসী অস্ত্রটির ধরণ ও কখন এটি পরীক্ষা করা হয়েছে- সে ব্যাপারে কিছুই জানায়নি বার্তা সংস্থাটি।

 

কেসিএনএ জানায়, অ্যাকাডেমি অব ন্যাশনাল ডিফেন্স সাইন্স আয়োজিত নতুন ধরনের বিমানবিধ্বংসী অস্ত্রের পরীক্ষা পর্যবেক্ষণ করেছেন কিম জং উন। এই অস্ত্র ব্যবস্থার কার্যক্ষমতা ব্যাপকভাবে পরীক্ষা করা হয়েছে। এটি সারাদেশে মোতায়েনের জন্য ব্যাপকভাবে উৎপাদন প্রয়োজন, যাতে আকাশপথে শত্রুর দখলতারিত্বের স্বপ্ন ধ্বংস করতে পারে।

 

দেশটির অ্যাকাডেমি অব ন্যাশনাল ডিফেন্স সাইন্স যুক্তরাষ্ট্রের কালোতালিকাভুক্ত একটি প্রতিষ্ঠান। এটি ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্র পরীক্ষার পেছনে কাজ করছে বলে ধারণা করা হয়।

 

জাতিসংঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও একের পর এক ক্ষেপণাস্ত্র পরমাণূ বোমা তৈরি করে আসছে পিয়ংইয়ং। পরীক্ষা বন্ধে দেশটির ঘনিষ্ঠ মিত্র চীনের আহ্বানও প্রত্যাখান করেছে তারা। যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র তৈরির উচ্চাকাঙ্খা রয়েছে উত্তর কোরিয়ার। গত সপ্তাহেও একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় দেশটি। সূত্র: রয়টার্স

 

বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com