শিরোনাম
সিরিয়ায় রুশ বিমান হামলায় নিহত ১২০
প্রকাশ : ২৭ মে ২০১৭, ২১:০৭
সিরিয়ায় রুশ বিমান হামলায় নিহত ১২০
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

রুশ জঙ্গিবিমানের বোমা বর্ষণে আইএস’র ১২০ সদস্য নিহত হয়েছে। নিহত ব্যক্তিরা সিরিয়ায় আইএসের সর্বশেষ ঘাঁটি হিসেবে পরিচিত রাকা প্রদেশের দিকে পালিয়ে যাচ্ছিল বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কয়েকটি সূত্র জানিয়েছে।


শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাত দিয়ে দেশটির স্পুটনিক সংবাদ সংস্থা জানিয়েছে, রুশ বাহিনীর বোমা বর্ষণে সন্ত্রাসীদের ৩২টি পিক-আপ ট্রাক ধ্বংস হওয়ার পাশাপাশি ১২০ সন্ত্রাসী নিহত হয়।


আইএস যখন ২০১৪ সালে সিরিয়ায় সন্ত্রাসী হামলা শুরু করে তখনই তারা রাকা দখলে নেয়। এরপর তারা সিরিয়ার বিরাট অংশ একের পর এক দখল করতে থাকে।


বিগত বছরের ৩০ সেপ্টেম্বর থেকে সিরিয়া সরকারের অনুরোধে রাশিয়া আইএস সন্ত্রাসীদের ওপর বিমান হামলা চালিয়ে আসছে। এছাড়া সন্ত্রাস বিরোধী এসব যুদ্ধে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ’র যোদ্ধারা এবং ইরানের সামরিক উপদেষ্টারা সহযোগিতা দিয়ে আসছে।


বিগত মাসে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ আনুষ্ঠানিকভাবে রুশ বিমান হামলার প্রশংসা করে বলেছেন, মস্কোর সামরিক সহযোগিতার কারণে সিরিয়ার সেনারা আইএসের বিরুদ্ধে লড়াইয়ে প্রচুর সুবিধা পেয়েছে। সূত্র: আইআরডিবি


বিবার্তা/বিধান/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com