শিরোনাম
লন্ডনগামী পাকিস্তানী বিমানে ২০ কেজি হেরোইন
প্রকাশ : ২২ মে ২০১৭, ২১:৫৯
লন্ডনগামী পাকিস্তানী বিমানে ২০ কেজি হেরোইন
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

লন্ডনগামী পাকিস্তানের একটি বিমান থেকে ২০ কিলোগ্রাম (কেজি) হেরোইন উদ্ধার করা হয়েছে। ডন অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।


সোমবার রাজধানী ইসলামাবাদে বেনজির ভুট্টো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে ছেড়ে যাওয়ার আগে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) একটি বিমানে নিয়মিত তল্লাশির সময় এ পরিমাণ হেরোইন পাওয়া যায়।


পিআইএর মুখপাত্র মাসহুদ তাজওয়ার নিশ্চিত করেছেন, পিকে-৭৮৫ নম্বর ফ্লাইটের বিমান থেকে ২০ কেজি হেরোইন উদ্ধার করা হয়েছে। এত বেশি হেরোইন বিমানবন্দর কর্তৃপক্ষের চোখ এড়িয়ে কীভাবে বিমানে ওঠানো হলো-তা নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়েছে।


তিজওয়ার জানান, সোমবার চারটি বিমানে তল্লাশি চালানোর জন্য প্রস্তুত করা হয়। যার মধ্যে একটি ছিল লন্ডনগামী বিমানটি। মাদকবিরোধী টিম ও পিআইএ কর্তৃপক্ষ যৌথভাবে এ তল্লাশি পরিচালনা করে। তল্লাশি চালিয়ে হেরোইন উদ্ধার হওয়ায় ফ্লাইটি ছাড়তে দুই ঘণ্টা দেরি হয়। সূত্র: ডন


বিবার্তা/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com