শিরোনাম
রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী দুতের্তে
প্রকাশ : ২২ মে ২০১৭, ১৭:৫৬
রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী দুতের্তে
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে বলেছেন, রাশিয়া এবং চীনের সঙ্গে তার দেশের সম্পর্ক জোরদার করা উচিত। তিনি বলেন, পাশ্চাত্যের দেশগুলো কেবলমাত্র দ্বিগুণ আলোচনায় উৎসাহী কিন্তু ফিলিপাইনের স্বার্থের দিকে মোটেও নজর দেয় না; ফলে রাশিয়া এবং চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করা উচিত।


মস্কো সফরের আগে রুশ চ্যানেল আরটিকে এ কথা বলেন তিনি। সোমবার দুতের্তের মস্কো পৌঁছানোর কথা রয়েছে। তিনি বলেন, ওয়াশিংটনের বিরুদ্ধে ব্যক্তিগত কোনো আক্রোশ নেই তবে আমেরিকার স্বার্থকে আলাদা করার জন্য ফিলিপাইনের একটি পররাষ্ট্রনীতির প্রয়োজন রয়েছে।


এর আগে, রাশিয়া এবং চীনের মতো দেশগুলোর কাছ থেকে ফিলিপাইনের জন্য অস্ত্র কেনার বিষয়ে অব্যাহতভাবে আগ্রহ দেখিয়েছেন দুতের্তে। সূত্র: আরটি অনলাইন


বিবার্তা/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com