শিরোনাম
ব্যাংককে হাসপাতালে বিস্ফোরণ, আহত ২৪
প্রকাশ : ২২ মে ২০১৭, ১৫:৪৬
ব্যাংককে হাসপাতালে বিস্ফোরণ, আহত ২৪
আর্ন্তজাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে বোমা বিস্ফোরণে ২৪ জন আহত হয়েছে। সোমবার অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের চিকিৎসার জন্য জনপ্রিয় ফ্রামোংকুটকলাও হাসপাতালে এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

 

দেশটিতে ক্ষমতাসীন সামরিক বাহিনীর অভ্যুত্থানের তৃতীয় বার্ষিকীতে এ ঘটনা ঘটলো। তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে, সামরিক বাহিনীর শাসনের বিরোধী রাজনৈতিক দল ও মুসলিম বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকারীরা এ হামলা চালাতে পারে।

 

পুলিশের এক্সপ্লোসিভ অর্ডন্যান্স টিমের কমান্ডার ক্যামথোর্ন অচারোইন বলেন, ‘এটা বোমার বিস্ফোরণই ছিল। যে উপাদান দিয়ে বোমাটি বানানো হয়েছিল তার নমুনা সংগ্রহ করেছি আমরা। এখন আমরা ক্লোজড সার্কিট ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখছি।’

 

তদন্তকারীরা বোমায় ব্যবহৃত ব্যাটারি ও তারের উৎসস্থল সম্পর্কে খোঁজ পেয়েছে। বোমাটি হাসপাতালের ওষুধের দোকানের কাছে থাকা একটি কনটেইনারের ভেতরে রাখা ছিল।

 

দেশটির সরকারের মুখপাত্র সানসের্ন কাইউকামনার্ড বলেন, বিস্ফোরণের পরপর হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের অধিকাংশই বিস্ফোরণের কারণে ছুটে আসা কাঁচের আঘাতপ্রাপ্ত হয়েছেন।

 

বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com