শিরোনাম
আত্মহত্যাচেষ্টা অপরাধ নয়: ভারত
প্রকাশ : ২৯ মার্চ ২০১৭, ১১:১৯
আত্মহত্যাচেষ্টা অপরাধ নয়: ভারত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

মানসিক সমস্যা রয়েছে এমন ব্যক্তির ক্ষেত্রে আত্মহত্যাচেষ্টার ঘটনাকে অপরাধ নয়- উল্লেখ করে ভারতে মানসিক স্বাস্থ্য বিল পাস হয়েছে। সম্প্রতি সংসদের নিম্নকক্ষে পাশ হয় এ বিল।  

 

নতুন বিল অনুযায়ী, কোনো ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করলে সেই ব্যক্তির মানসিক সুস্থতা বিচার করে তাকে অবসাদ থেকে বের করে আনার চেষ্টা হবে এবং শাস্তির বদলে চিকিৎসার ব্যবস্থা করা হবে।  

 

বিলটিতে বলা হয়, মানসিকভাবে অসুস্থ ব্যক্তির অধিকার রয়েছে সরকার প্রদত্ত চিকিৎসাব্যবস্থার সাহায্য নেয়া। চিকিৎসার সাম্যের পাশাপাশি সরকারের যেসব সুবিধা রয়েছে, তার ওপর একজন সাধারণ মানুষের মতোই পূর্ণ অধিকার রয়েছে অসুস্থ যে কারো।

 

এখন ‘মেন্টাল হেলথ রিভিউ কমিশন অ্যান্ড বোর্ড’ গোটা বিষয়টিকে পর্যবেক্ষণ করে আগামী পদক্ষেপ ঠিক করবে। পাশাপাশি মানসিকভাবে অসুস্থদের অধিকার রক্ষার কাজেও সরকারকে পরামর্শ দেবে।

 

বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com