শিরোনাম
ভারতের উওরপ্রদেশে মাংস বিক্রেতাদের ধর্মঘট
প্রকাশ : ২৭ মার্চ ২০১৭, ১৬:২৫
ভারতের উওরপ্রদেশে মাংস বিক্রেতাদের ধর্মঘট
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের উত্তরপ্রদেশে অবৈধ কসাইখানার বিরুদ্ধে কঠোর দমন অভিযানের প্রতিবাদে রাজ্যজুড়ে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে সেখানকার মাংস বিক্রেতারা। সোমবার থেকে এ ধর্মঘট চলছে। বিক্রেতাদের অভিযোগ, তুচ্ছ অজুহাতে রাজ্যের বৈধ মাংসের কসাইখানাগুলিও বন্ধ করে দেয়া হচ্ছে।


এনডিটিভির খবরে বলা হয়, লখনৌর মাংস বিক্রেতা সমিতির এক নেতা মুবিন কোরেশি বলেন, আমরা ধর্মঘট জোরদার করার সিদ্ধান্ত নিয়েছি। সব দোকান বন্ধ রাখা হবে। মাছ বিক্রেতারাও আমাদের সঙ্গে যোগ দেবেন। তারা আমাদের সমর্থন জানিয়েছেন।


তিনি বলেন, দমন অভিযানের মধ্যে শিগগিরই ধর্মঘট প্রত্যাহার করার কোন প্রশ্নই ওঠে না। এ ধর্মঘট অনির্দিষ্টকালের জন্য চলবে।


প্রসঙ্গত, ভারতের ক্ষমতাসীন পার্টি বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্য রেখে উত্তরপ্রদেশে কসাইখানা বন্ধের উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এলক্ষ্যে রাজ্যের পুলিশকে একটি অ্যাকশন প্ল্যান তৈরির নির্দেশ দিয়েছেন কট্টর এ হিন্দুত্ববাদী নেতা। একইসঙ্গে তিনি রাজ্যে গরু পাচারের ওপরও সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছেন। জানিয়েছেন, গরু পাচার কোনোভাবেই বরদাস্ত করা হবে না।


ভারতের সবচেয়ে জনবহুল রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে কট্টর হিন্দুত্ববাদী নেতা সংসদ সদস্য যোগী দায়িত্ব নেয়ার পর এলাহাবাদের দু’টি কসাইখানা বন্ধ করেন। যোগী ক্ষমতায় বসার দিনই বন্ধ করা হয়েছে রাজ্যের জয়পুর শহরের একটি গরুর মাংসের হোটেল। অন্যদিকে হাতরাস শহরে মুসলিমদের মালিকানাধীন তিনটি মাংসের দোকান আগুন লাগিয়ে পুড়িয়েও দেয়া হয়েছে।


বিবার্তা/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com