শিরোনাম
মসুলে ২০০ বেসামরিক নাগরিকের মৃত্যুর শঙ্কা
প্রকাশ : ২৫ মার্চ ২০১৭, ১২:৫১
মসুলে ২০০ বেসামরিক নাগরিকের মৃত্যুর শঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইরাকের মসুল শহরে আইএসের ওপর মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় বিপুলসংখ্যক বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।

 

শনিবার জাতিসংঘের এক জ্যেষ্ঠ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বিবিসি জানায়, মসুলে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত ২০০ বেসামরিক মানুষ নিহত হয়েছেন। জীবনহানির ভয়াবহ এ ঘটনায় তিনি হতভম্ব হয়ে গেছেন বলেও মন্তব্য করেন ওই কর্মকর্তা।

 

মসুলে ইরাকি বাহিনীর আইএসবিরোধী লড়াইয়ে মার্কিন বাহিনী যুদ্ধবিমান দিয়ে সমর্থন দিয়ে আসছে। তবে মার্কিন গণমাধ্যমগুলো বলছে, হতাহতের বিষয়টি নিয়ে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। তবে কখন হামলাটি চালানো হয়েছে তা জানা যায়নি।

 

এদিকে, মসুলের পশ্চিমে জাদাদেহ অঞ্চলের প্রতিবেদকরা জানান, চলতি মাসের শুরুতে একটি ভয়াবহ বিমান হামলার পর, তারা সেখানে একটি ভবন থেকে ৫০টি মৃতদেহ সরাতে দেখেছেন।  

 

উল্লেখ্য, ২০১৪ সালে ইরাকের মসুল দখল করেছিল আইএস। গত অক্টোবরে মসুল উদ্ধারে অভিযান শুরু হয়। প্রায় ১০০ দিনের লড়াই শেষে চলতি বছরের জানুয়ারিতে তাদের হাত থেকে পূর্ব মসুল উদ্ধার করে যুক্তরাষ্ট্র সমর্থিত ইরাকি সেনা। এরপর গত ফেব্রুয়ারিতে টাইগ্রিস নদীর পশ্চিম ভাগে অভিযান শুরু করে ইরাকি বাহিনী। এতে আইএস আরো দূর্বল হয়ে পড়ে।

 

জাতিসংঘের দাবি, অভিযান চলাকালে শহরটিতে অন্তত চার লাখ বেসামরিক নাগরিক অবরুদ্ধ হয়ে পেড়েছে। সূত্র: বিবিসি

 

বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com