শিরোনাম
জেনেভায় শুরু হচ্ছে সিরীয় শান্তি আলোচনা
প্রকাশ : ২৩ মার্চ ২০১৭, ১৩:৪৩
জেনেভায় শুরু হচ্ছে সিরীয় শান্তি আলোচনা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

জাতিসংঘের মধ্যস্থতায় সুইজারল্যান্ডের জেনেভায় বৃহস্পতিবার শুরু হচ্ছে সিরীয় শান্তি আলোচনা। এদিকে দেশটিতে সংহিসতা ছড়িয়ে পড়ায় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে অচলাবস্থা সৃষ্টি হওয়ায় এক্ষেত্রে বড় ধরনের অগ্রগতির আশা ক্ষীণ বলেই মনে করছেন বিশ্লেষকরা।

 

অবশ্য জাতিসংঘের সিরিয়া বিষয়ক বিশেষ দূত স্টাফান ডি মিস্তুরা আলোচনা ফলপ্রসূ হবে বলে আশা করছেন। তিনি বলেন, সরকার ও বিদ্রোহী পক্ষের প্রতিনিধি দল স্পষ্ট এজেন্ডার বিষয়ে সম্মত হয়েছে। আলোচনা এগিয়ে যেতে এখন সবকিছুই প্রস্তুত।

 

এ দফার আলোচ্যসূচিতে রাজনৈতিক পরিবর্তন, সংবিধান ও নির্বাচনের বিষয় রয়েছে। এর পাশাপাশি দামেস্কের আবেদনের প্রেক্ষিতে আলোচ্যসূচিতে সন্ত্রাস দমনের বিষয়টিকেও রাখা হয়েছে।

 

এদিকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বিমান বাহিনী বিদ্রোহীদের বিভিন্ন অবস্থানে ব্যাপক অভিযান চালানোয় এ আলোচনা মূলত হুমকির মুখে রয়েছে। আগের চার দফা আলোচনাতেও তেমন কোনো অগ্রগতি হয়নি।

 

জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, ২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর গত ছয় বছরে সিরিয়ায় অন্তত তিন লাখ তিন লাখ ২০ হাজারের বেশি লোক নিহত এবং অসংখ্য মানুষ আহত হয়েছে। এছাড়া লাখ লাখ লোক গৃহহীন হয়ে পড়েছে।

 

বিবার্তা/নিশি  

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com