শিরোনাম
ব্রিটিশ পার্লামেন্টের বাইরে হামলাকারীর ছবি প্রকাশ
প্রকাশ : ২৩ মার্চ ২০১৭, ০৯:২০
ব্রিটিশ পার্লামেন্টের বাইরে হামলাকারীর ছবি প্রকাশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ব্রিটিশ পার্লামেন্টের বাইরে হামলাকারীর ছবি প্রকাশ হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল হামলাকারীর বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছে। ছবিতে আহত অবস্থায় স্ট্রেচারে হামলাকারীকে চিকিৎসা দিতে দেখা গেছে।

 

ব্রিটিশ গোয়েন্দা সংস্থা স্কটল্যান্ড ইয়ার্ডের পক্ষ থেকে হামলাকারীর পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোতে হামলাকারীর ছবির পাশাপাশি রাস্তায় পড়ে থাকা ছুরির ছবিও প্রকাশ করা হয়েছে। 

 

 

বুধবার ব্রিটিশ পার্লামেন্টের কাছে এবং ওয়েস্টমিন্সটার ব্রিজের ওপর পৃথক দুটি সন্ত্রাসী হামলায় পুলিশসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৪০ জন।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের অধিবেশন চলাকালে এক ব্যক্তি একটি প্রাইভেট কার চালিয়ে ওয়েস্টমিনিস্টার সেতুতে পথচারীদের ওপর তুলে দেন। এতে তিন পথচারী নিহত হয়। এরপর রেলিংয়ের সঙ্গে গাড়িটির ধাক্কা লাগে। সেখান থেকে নেমে তিনি ওয়েস্টমিনিস্টার প্রাসাদের ফটকের ভেতরে চলে যান এবং এক পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করেন। এসময় সন্দেহভাজন ওই হামলাকারীকে পুলিশ গুলি করে হত্যা করে। ছুরিকাঘাতে আহত এক পুলিশেরও মৃত্যু হয়।  

 

পুলিশের ধারণা, হামলাকারী একজনই। তাদের মতে, সন্দেহভাজন যে হামলাকারীকে গুলি করা হয়েছে, তিনিই গাড়িতে করে আসার সময় ওই সেতুতে পাঁচজনকে চাপা দেন। পরে পার্লামেন্ট ভবনের বাইরের রেলিংয়ে ধাক্কা খায় তার গাড়ি। সেখান থেকে নেমে তিনি পুলিশের ওপর হামলা করেন।

 

বিবার্তা/নিশি 

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com