শিরোনাম
উ.কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা ‘ব্যর্থ’
প্রকাশ : ২২ মার্চ ২০১৭, ১০:৩৩
উ.কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা ‘ব্যর্থ’
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পরীক্ষা ব্যর্থ হয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি এ খবর জানায়। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীও বিষয়টি নিশ্চিত করে জানায়, উৎক্ষেপণের কয়েক সেকেন্ডের মধ্যেই ক্ষেপণাস্ত্রগুলো আছেড়ে পড়ে।

 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, দেশটির পূর্বাঞ্চলীয় উপকূলীয় শহর উনসানে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। কিন্তু ঠিক কতটি এবং কোন ধরনের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছিল তা জানা যায়নি।  

 

উল্লেখ্য, যেকোনো ধরনের ক্ষেপণাস্ত্র কিংবা নিউক্লিয়ার পরীক্ষার ক্ষেত্রে উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতিসংঘ। তারপরও প্রায়ই দেশটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে আসছে।  চলতি মাসের শুরুতেই, দেশটি চারটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। এগুলো এক হাজার কিলোমিটার দীর্ঘ পথ অতিক্রম করে জাপান সাগরে আঘাত হানে। এ ঘটনায় জাপানজুড়ে হইচই পড়ে যায়৷

 

টোকিও-পিয়ংইয়ং সম্পর্কের গরম হাওয়ায় আলোড়িত আন্তর্জাতিক মহল৷ কারণ, উত্তর কোরিয়ার ওই ক্ষেপণাস্ত্রগুলো যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। বিশেষজ্ঞদের ধারণা, কোরীয় উপদ্বীপে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে চলতে থাকা যৌথ সামরিক মহড়ার জবাবেই ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে উত্তর কোরিয়া৷ এর আগে, শুক্রবারই মহড়া বন্ধের জন্য হুঁশিয়ারি দিয়েছিলেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন৷ সূত্র: বিবিসি ও সিএনএন

 

বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com