শিরোনাম
বিশ্বের শীর্ষ ধনী বিল গেটস
প্রকাশ : ২১ মার্চ ২০১৭, ১০:০৬
বিশ্বের শীর্ষ ধনী বিল গেটস
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় প্রথম স্থানটি দখল করেছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস৷ যার মোট সম্পত্তি ৮৬ বিলিয়ন ডলার৷ অন্যদিকে এই তালিকায় ২০০ নম্বরে অবস্থান করছেন ধনকুবের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ সোমবার ফোর্বস ম্যাগাজিনের তালিকায় এ তথ্য উঠে এসেছে।

 

এই নিয়ে পরপর চার বছর ফোর্বসের বিচারে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির শিরোপা পেলেন মাইক্রোসফট কর্ণধার বিল গেটস। সবমিলিয়ে গত ২৩ বছরে ১৮ বার বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির শিরোপা জুটল বিল গেটসের কপালে।

 

বিল গেটসের পর এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ওয়ারেন বাফেট৷ তিনি বার্কশায়র হাতওয়ে নামক একটি প্রযুক্তি সংস্থার প্রধান৷ বাফেটের সম্পত্তির পরিমাণ প্রায় ৭৫ দশমিক ৬ বিলিয়ন৷ এই তালিকায় আছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজস৷ তিন নম্বরে রয়েছেন জেফ৷ অন্যদিকে তালিকার পাঁচ নম্বরে আছেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ৷

 

ফোর্বস ম্যাগাজিন জানায়, বিশ্বজুড়ে বিলিয়নিয়ারের সংখ্যা গত বছরের তুলনায় প্রায় ১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা গত ৩১ বছরে সর্বোচ্চ৷ ফোর্বসের বিলিয়নিয়ারের এই তালিকায় যুক্তরাষ্ট্রের মোট ৫৬৫ জন জায়গা করে নিয়েছে৷ যুক্তরাষ্ট্রের পর এই বিলিয়নিয়ার দেশের দ্বিতীয় তালিকায় রয়েছে চীন৷ দেশটিতে বিলিয়নিয়ারের সংখ্যা ৩১৯৷ আর ১১৪ জন বিলিয়নিয়ার নিয়ে তৃতীয় স্থান দখল করেছে জার্মানি৷

 

ফোর্বস প্রকাশিত শীর্ষ ধনীদের তালিকায় প্রথম ১০-এ যারা আছেন, তারা হলেন বিল গেটস (প্রথম), ওয়ারেন বাফেট (দ্বিতীয়), জেফ বেজস (তৃতীয়), আমানসিও ওরটেগা (চতুর্থ), মার্ক জুকারবার্গ (পঞ্চম)  মেক্সিকান টেলিকম টাইকন কারলোস স্লিম (ষষ্ঠ), ল্যারি এলিসন (সপ্তম), চার্লস অ্যান্ড ডেভিড (অষ্টম এবং নবম), ব্লুমবার্গ সংবাদ প্রতিষ্ঠাতা মাইকেল ব্লুমবার্গ (দশম)৷

 

বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com