শিরোনাম
ট্রাম্পের অভিষেকে লোক কম দেখানোর অভিযোগ
প্রকাশ : ২২ জানুয়ারি ২০১৭, ১৩:৪০
ট্রাম্পের অভিষেকে লোক কম দেখানোর অভিযোগ
ট্রাম্পের অভিষেকের সময় উপস্থিত জনতা (বামে) এবং ২০০৯ সালে ওবামার অভিষেকের সময় উপস্থিত জনতা (ডানে)
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

শপথ গ্রহণ অনুষ্ঠানে ওয়াশিংটন ডিসিতে যে সংখ্যক লোক উপস্থিত ছিলেন, গণমাধ্যমে তার চেয়ে কম দেখানো হয়েছে বলে অভিযোগ তুলেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ভার্জিনিয়ার ল্যাঙলিতে সিআইএ’র সদরদফতর পরিদর্শনকালে তিনি এ অভিযোগ করেন।

 

সাংবাদিকদেরকে ‘পৃথিবীর সবচেয়ে অসৎ মানুষ’ বলে অভিহিত করে ট্রাম্প বলেন, গণমাধ্যম অসৎ প্রতিবেদনের মাধ্যমে তার শপথ দেখতে আসা জনসমাগমের আকার নিয়ে মিথ্যাচার করেছে। সে জন্য তাদেরকে ধরা হবে এবং চড়া মূল্য দিতে হবে।

 

তার দাবি, ২০ জানুয়ারি ক্যাপিটাল হিলে তার শপথ গ্রহণ অনুষ্ঠান দেখতে ১০ লাখেরও বেশি মানুষ এসেছিল। এত মানুষ হয়েছিল যে তারা ওয়াশিংটন মনুমেন্ট পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। কিন্তু সরাসরি সম্প্রচারিত ভিডিওতে সংখ্যাটা এত বোঝা যায়নি।

 

ট্রাম্পের এ অভিযোগের সাথে সুর মিলিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র শন স্পাইসার। শুক্রবারের অভিষেক অনুষ্ঠান চলাকালে টুইটারে দেয়া ওয়াশিংটনের ন্যাশনাল মল এলাকার বিশাল জায়গা খালি দেখানো ছবিগুলোর তীব্র সমালোচনা করেন নতুন এ মুখপাত্র।

 

শনিবার রাতে এক বিবৃতিতে তিনি বলেন, ‘কয়েক যুগের মধ্যে কোনো অভিষেকে এবারই সবচেয়ে বেশি দর্শক সমাগম হয়েছে। অভিষেকের এই উদ্দীপনাকে খাটো করে দেখানোর উদ্যোগ ভুল এবং লজ্জাজনক।’

 

এদিকে শপথ নেয়ার পরদিনই দেশটির একাধিক শহরে ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন লাখ লাখ মানুষ। এই বিক্ষোভ সমাবেশে শুক্রবার ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের চেয়েও বেশি সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন বলে জানায় আন্তর্জাতিক গণমাধ্যম।

 

বিক্ষোভকারীদের মধ্যে আছেন সদ্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি, সংগীতশিল্পী ম্যাডোনা, গায়িকা কেটি পেরি, সিনেটর এলিজাবেথ ওয়ারেন, অভিনেত্রী জুলিয়ান মোর ও স্কারলেট ইয়োহানসন, নারী অধিকারকর্মী গ্লোরিয়া স্টাইনহ্যাম।

 

নারীদের বিষয়ে ট্রাম্পের বক্তব্যের প্রতিবাদে প্রথমে ওয়াশিংটনে ওই বিক্ষোভ মিছিল হওয়ার কথা থাকলেও, পরে দেশটির আরো অনেক শহরে তা ছড়িয়ে পড়ে। মেক্সিকো সিটি, প্যারিস, বার্লিন, লন্ডন আর সিডনিতেও বিক্ষোভ হয়েছে।

 

সারা বিশ্ব জুড়ে অন্তত ৬০০ বিক্ষোভ মিছিল হয়েছে বলে জানা যাচ্ছে। সবচেয়ে বড় সমাবেশ হয় ওয়াশিংটনে। সেখানে পাচঁ লাখের বেশি মানুষ অংশ নেয়।

 

এদিকে টিভি রেটিং ফার্ম নিলসনের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স জানায়, ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান টেলিভিশনে সরাসরি দেখেছেন বিশ্বের প্রায় ৩ কোটি ১০ লাখ দর্শক। তবে সদ্যবিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামার প্রথম মেয়াদের শপথের চেয়ে এ দর্শকের সংখ্যা ছিল কম।

 

২০০৯ সালে প্রথম আফ্রো-আমেরিকান প্রেসিডেন্ট হিসেবে অভিষেক হয় বারাক ওবামার। দেশটিতে ব্যাপক জনপ্রিয় ওবামার অভিষেক অনুষ্ঠানের দর্শক ছিল প্রায় ৩ কোটি ৮০ লাখ। সূত্র: বিবিসি ও রয়টার্স

 

বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com