শিরোনাম
বিবিসির টুইটার হ্যাক, ট্রাম্পকে গুলির খবর
প্রকাশ : ২২ জানুয়ারি ২০১৭, ০১:১৬
বিবিসির টুইটার হ্যাক, ট্রাম্পকে গুলির খবর
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিবিসির একটি টুইটার অ্যাকাউন্ট থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাহুতে গুলিবিদ্ধ হয়েছেন এরকম খবর দেয়ার পর বিবিসি জানিয়েছে, অ্যাকাউন্টটি আসলে হ্যাকিংয়ের শিকার হয়েছে।


বিবিসি নর্দাম্পটন-এর অ্যাকাউন্ট থেকে স্থানীয় সময় সকাল ১০টা ৫২ মিনিটে একটি টুইট করা হয়: ব্রেকিং নিউজ- প্রেসিডেন্ট ট্রাম্প বাহুতে বন্দুকের গুলি বিদ্ধ হয়ে আহত হয়েছেন। এর সাথে হ্যাশট্যাগ ছিল 'উদ্বোধন'।


কিছুক্ষণ পরই বার্তাটি মুছে দেয়া হয়, কিন্তু তার আগেই বার্তাটি অনেকে টুইট করে ছড়িয়ে দেন। ফলে এ নিয়ে নানা মন্তব্য আসতে থাকে টুইটারে।


অনেকে সংশয় প্রকাশ করেন ব্যাপারটি সত্যি কিনা, এবং বিবিসি নর্দাম্পটন কি করে সবার আগে এ খবর পেলো।


বিবিসির একজন মুখপাত্র নিশ্চিত করেছেন, তাদের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। তিনি বলেন - 'এটা যাতে আর না হয় তা নিশ্চিত করতে আমরা তদন্ত করে পদক্ষেপ নিচ্ছি।'


এর মধ্যে আবার আওয়ারমাইন নামেআমেরিকান হ্যাকিং গ্রুপ তাদের টুইটে জানায়, তারা বিবিসির অ্যাকাউন্টে কিছু অস্বাভাবিক কার্যকলাপ দেখতে পেয়েছেন, এটা হ্যাক হয়েছে এবং তারাই (আওয়ারমাইন) এটা সারানোর চেষ্টা করছেন।


এর পর বিবিসি আওয়ারমাইনের কাছে জানতে চায়, তারাই এই হ্যাকিং করেছে কিনা।


বিবার্তা/পলাশ


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com