শিরোনাম
পিঠে ব্যথা নিয়ে হাসপাতালে: অতপর শিশুকন্যার জন্মদান
প্রকাশ : ২০ জানুয়ারি ২০১৭, ০২:১০
পিঠে ব্যথা নিয়ে হাসপাতালে: অতপর শিশুকন্যার জন্মদান
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

পিঠে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ইংল্যান্ডের লিভারপুলের বাসিন্দা লাতিশা বিশপ। এক রাত হাসপাতালে কাটানোর পর নতুন খবর শুনে নিজেই চমকে গেলেন তিনি। তিনি প্রথম জানলেন তার পেটে বাচ্চা রয়েছে। তিনি গর্ভবতী! এখানেই শেষ নয় ৪৮ ঘণ্টার পর সুস্থ শিশুকন্যার জন্মও দেন তিনি।


এসব ঘটনার আগে ২১ বছরের লাতিশা জানতেন না তিনি অন্তঃসত্ত্বা। জিম ছেড়ে দেয়ার পর অত্যধিক ওজন বেড়ে যাওয়ায় ধীরে ধীরে স্থূল হতে থাকেন তিনি। কিন্তু, এক মুহূর্তের জন্যও তা টের পাননি লাতিশা ও লিভ-ইন পার্টনার ড্যানিয়েল।


জানা গেছে, হঠাৎ করে পিঠের ব্যথা শুরু হওয়ায় লিভারপুলের উইমেন্স হাসপাতালে হাজির হন লাতিশা। প্রাথমিক পরীক্ষার জন্য তাকে ভর্তি করা হয়। ২৪ ঘণ্টা বাদে চিকিৎসকরা জানান লাতিশা গর্ভবতী এবং পিঠের ব্যথা নয়, প্রসব যন্ত্রণা শুরু হয়েছে তার। চিকিৎসকরা তাকে এও জানান, চাইলে অস্ত্রোপচার করে শিশুর জন্ম দিতে পারেন লাতিশা।



প্রথমে চমকে গেলেও পরে রাজি হন। অস্ত্রোপচারের পর জন্ম হয় তার শিশুকন্যার।


হাসপাতাল সূত্রে জানা গেছে, লাতিশার সার্ভিক্স ৩ সেন্টিমিটার পর্যন্ত উন্মুক্ত ছিল। যা প্রসবের জন্য যথেষ্ট ছিল। কিন্তু, অনেক সময় ৫ সেন্টিমিটার পর্যন্ত সার্ভিক্স উন্মোচন হওয়া পর্যন্ত অপেক্ষা করা হয়ে থাকে।


বিবার্তা/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com