শিরোনাম
সংসদ জর্ডানের, ঝগড়া মিশর নিয়ে
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০১৭, ২০:৩২
সংসদ জর্ডানের, ঝগড়া মিশর নিয়ে
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

জর্ডান পার্লামেন্টের নিম্ন কক্ষের দ্বিতীয় অধিবেশন চলছিল গত মঙ্গলবার। আলোচনার বিষয় ছিল ২০১৭ সালের খসড়া বাজেট। এরই মধ্যে এক এক এমপি মিশরের সাবেক প্রেসিডেন্টকে নিয়ে নিয়ে একটি অনাহূত মন্তব্য কর বসলে শুরু হয় তুমুল ঝগড়াঝাটি। পরিণামে অধিবেশন মুলতবি করতে হয়।


ঘটনাটা শুরু হয় জারকা দলের এমপি তারেক খৌরি'র একটি মন্তব্য দিয়ে। বাজেট নিয়ে আলোচনার ফাঁকে তিনি বলে বসেন, মিশরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে আমেরিকাই ক্ষমতায় বসিয়েছিল।


তিনি বলেন, একসময় জর্ডান এ অঞ্চলে তার মিত্রদের স্বার্থ দেখাশোনা করেছিল, কিন্তু জর্ডানের বাজেটঘাটতির সময় এই মিত্ররা কোনো সাহায্য দেয়নি। তারা আমাদের দিক থেকে মুখ ঘুরিয়ে নেয়, মোহাম্মদ মুরসিকে মিশরের প্রেসিডেন্ট বানায় এবং তাঁকে ২০১২ সালে ১৯ বিলিয়ন ডলার দেয়।


তার এ কথায় ক্ষুব্ধ হন ইসলামপন্থী আল ইসলাহ (সংস্কার) দলের সদস্যরা। খৌরির বক্তব্যের মাঝখানে বাধা দিয়ে তাদের দলের এমপি আবদুল্লাহ আকাইলেহ বলেন, 'এটা সত্য নয়।' সঙ্গে-সঙ্গে দলটির অন্য এমপিরাও চিৎকার করে ওঠেন, 'এটা ধর্ম অবমাননা। মুরসি একজন ধর্মীয় ব্যক্তিত্ব।'


জবাবে খৌরি বলেন, 'আমেরিকা তাঁকে ক্ষমতায় না বসালে এতো বিপুল পরিমাণ টাকা দিল কেন?'


এ পর্যায়ে স্পীকার আতেফ তারাউনেহ উভয়পক্ষকে শান্ত হতে বলেন। তিনি তাদের হুঁশিয়ার করে দিয়ে বলেন, 'যারা রাজনৈতিক বিতর্ক সহ্য করতে পারে না, তাদের এখানে থাকা উচিত নয়।'


কিন্তু তার এ কথায়ও বিতর্ক থামে না, বরং তামের বিনো নামের এক এমপি স্পীকারের পোডিয়ামের সামনে গিয়ে প্রচণ্ড চেঁচামেচি করতে থাকেন। এক পর্যায়ে তিনি পোডিয়াম আক্রমণ করে বসেন। পরে তাকে জোর করে সংসদকক্ষ থেকে বের করে দেয়া হয়। সূত্র : জর্ডান টাইমস


বিবার্তা/হুমায়ুন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com