শিরোনাম
কাটা পা নিয়ে ঘোরাঘুরি
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০১৭, ১৫:২১
কাটা পা নিয়ে ঘোরাঘুরি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

যুক্তরাষ্ট্রের ওকলাহোমার মেয়ে ক্রিস্টি লোয়াল। ২৫ বছর বয়সী এ তরুণীর ডান পায়ে বিরল ধরনের ক্যান্সার ধরা পড়ে। এতে চিকিৎসকরা তার পা’টি কেটে ফেলেন। অপারেশনের পর ক্রিস্টি ডাক্তারদের অনুরোধ করেন, তার কাটা পায়ের পাতাটি তাকে ফেরত দিতে। অবাক হলেও একটি ‘বায়োহ্যাজার্ড’ ব্যাগে করে সেটি ক্রিস্টিকে দিয়ে দেন চিকিৎসক দলটি।

 

এরপর পরিষ্কার করার পর সেটি একটি সাদা কঙ্কালে পরিণত হয়। এখন সেই কঙ্কাল নিয়ে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিচ্ছেন ক্রিস্টি। সাধারণত পিঠ-ব্যাগে করে সারাক্ষণই নিজের কাটা পা’টি সাথে নিয়ে ঘোরেন ক্রিস্টি।

 

গলফ মাঠেও দেখা যায় ক্রিস্টির পা

 

ক্রিস্টি বলেন, ‘আমার অত পয়সা নেই বা শারীরিক সামর্থ্যও নেই। ফলে যখনই নতুন বা ভিন্ন কোনো আইডিয়া মাথায় আসে, সে অনুযায়ী পা’টি বের করে একটি ছবি তুলে ফেলি।’

 

এখনো ক্যান্সার পুরোপুরি চলে যায়নি তার শরীর থেকে, ফলে প্রতি তিনমাস অন্তর তাকে চেকআপ চালিয়ে যেতে হয়। ক্রিস্টি বলেন, রোগাক্রান্ত শরীর নিয়ে সারাক্ষণ মনমরা হয়ে না থেকে বরং একটু হাসিখুশি থাকা আর নিজের অবস্থা নিয়ে তামাশা করে তিনি তার হতাশা ভুলে থাকেন। সূত্র: বিবিসি

 

বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com