শিরোনাম
১০০ অভিবাসী নিয়ে লিবীয় উপকূলে নৌকা ডুবি
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০১৭, ০৬:১২
১০০ অভিবাসী নিয়ে লিবীয় উপকূলে নৌকা ডুবি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভূমধ্যসাগরে নিখোঁজ হওয়া একটি নৌকা প্রায় ১০০ অভিবাসী নিয়ে লিবীয় উপকূলে ডুবে গেছে। ইতালিয়ান কোস্টগার্ডের একটি দল ৮টি লাশ এবং চারজনকে জীবিত উদ্ধার করেছে। তবে নৌকার বেশিরভাগ যাত্রী নিখোঁজ রয়েছে। সাগরে উদ্ধার কাজ করা কঠিন হয়ে পড়েছে।


নৌকাটি লিবিয়া এবং ইতালির মধ্যবর্তী লিবিয়া থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে সমুদ্রের মধ্যে ডুবে যায়। উদ্ধার অভিযানে ফ্রান্সের নৌবাহিনীর একটি জাহাজ, দুইটি বাণ্যিজিক জাহাজ এবং বিমান উদ্ধার অংশ নিয়েছে।


শুক্রবার ইতালিয়ান কোস্টগার্ড ভূমধ্য সাগর থেকে ৫৫০ অভিবাসীকে উদ্ধার করে।


জাতিসংঘের অভিবাসী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে চলতি বছরের প্রথম দুই সপ্তাহে সমুদ্র পথে এক হাজার মানুষ ইউরোপে পাড়ি জমিয়েছে। এর মধ্যে ১১ জন মারা যায়। সংস্থাটি আরো জানায়, ২০১৬ সালে সমুদ্র পথে ইউরোপ যাবার সময় পাঁচ হাজার মানুষ মারা যায়। সূত্র: বিবিসি


বিবার্তা/সোহেল/পলাশ


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com