
গোপালগঞ্জের কোটালীপাড়ায় পুকুরের পানিতে ডুবে অয়োন ঢালী নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার তাল পুকুরিয়া গ্রামে মারা যায় সে।
মারা যাওয়া শিশু অয়োন তাল পুকুরিয়া গ্রামের নারায়ণ ঢালীর ছেলে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান জানান, বিকেলে অয়োন বাড়ির উঠানে খেলা করছিল। সবার অজান্তে সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়।
তাকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজ করেন পরিবারের সদস্যরা। পরে পুকুরে থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক অয়োনকে মৃত ঘোষণা করেন।
বিবার্তা/শান্ত/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]