
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় ১৬৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১২ এর সদস্যরা।
বুধবার (২০ আগস্ট) রাত ১২টা ১৫ মিনিটের দিকে র্যাব-১২,একটি আভিযানিক দল সলঙ্গা থানার রামারচর এলাকার নাটোর হতে ঢাকাগামী মহাসড়কের উত্তর পার্শ্বে রয়্যাল রূপালী হাইওয়ে রেস্টুরেন্ট এর সামনে” একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৬৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করে র্যাব সদস্যরা।
এসময় তার সাথে থাকা ফেন্সিডিল ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০১টি মোবাইল ফোন জব্দ করে র্যাব ১২ এর সদস্যরা।
গ্রেফতারকৃত আসামি, কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার -৪ নং হোগলবাড়ীয়া ইউনিয়নের ,মুসলিম নগর(পূর্ব মহিষকুন্ডি) গ্রামের মৃত এয়ার আলী বিশ্বাসের ছেলে সাহাজুল বিশ্বাস
আসামি সাহাজুল বিশ্বাস দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে মাদকদ্রব্য ফেন্সিডিল কুষ্টিয়া জেলা হতে সংগ্রহ করে গাড়ীতে বহন করে দেশের বিভিন্ন জেলায় ক্রায়-বিক্রয় করে আসছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে র্যাব-১২এর সদর কোম্পানি কমান্ডার,অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষের এক স্বাক্ষরিত প্রেস ব্রিফিং এ তথ্য নিশ্চিত করেন।
বিবার্তা/কাইয়ুম/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]