হাদির মাথায় রক্তনালিতে আটকে আছে গুলির অংশ, আরও যা জানা গেল
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৫
হাদির মাথায় রক্তনালিতে আটকে আছে গুলির অংশ, আরও যা জানা গেল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি শুক্রবার (১২ ডিসেম্বর) গুলিবিদ্ধ হয়। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকের ভাষ্য, তার মাথায় রক্তনালির মাঝে আটকে আছে গুলির অংশ।


রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ওসমান হাদির চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের বৈঠক শেষে এসব তথ্য জানান বোর্ডের সদস্য ডা. আব্দুল আহাদ।


তিনি বলেন, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ওসমান হাদির শারীরিক অবস্থার রিপোর্ট পাঠানো হয়েছে। তাকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পরিবার।


ডা. আব্দুল আহাদ বলেন, ওসমান হাদির মথায় গুলির ছোট অংশ ব্রেইনে রয়ে গেছে, অনেকগুলো রক্তনালির মাঝে আটকে আছে গুলির অংশ। হৃদস্পন্দন ও রক্তচাপ স্থিতিশীল আছে। শারীরিক অবস্থা অপরিবর্তিত, এমনকি সিটিস্ক্যানের রিপোর্টও অপরিবর্তিত।


মেডিকেল বোর্ড জানিয়েছে, ওসমান হাদির ব্রেনে রক্ত জমাট বেঁধে আছে। তবে তার কিডনি কাজ করছে, লাইফসাপোর্টের মাধ্যে অন্যন্য অঙ্গপ্রত্যঙ্গ কাজ করছে। খুবই দক্ষ শুটার তাকে গুলি করেছে।


এর আগে সকালে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, ওসমান হাদিকে চিকিৎসক ৭২ ঘণ্টা পর্যবেক্ষণের কথা জানিয়েছেন। সেই সময় সোমবার (১৫ ডিসেম্বর) রাতে শেষ হবে।


ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন প্রসঙ্গত, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। তার অবস্থা আশঙ্কাজন বলে জানিয়েছেন চিকিৎসক।


ওসমান হাদিকে গুলি করার সময় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত ও এর মালিককে আটক করেছে পুলিশ। এ ছাড়া গুলির ঘটনায় জড়িতকে ধরতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com