
আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এতে সন্দেহের কোন কারণ নেই। কোন চক্রান্ত ষড়যন্ত্র করে নির্বাচনকে বাধাগ্রস্ত করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপি’র সভাপতি খায়রুল কবির খোকন।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদীর চরাঞ্চল করিমপুরে বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের কারণে জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। এদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফিরে আসার আর সুযোগ নেই। জনগণ যদি ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, তাহলে বিএনপি সেই দায়িত্ব পালনের জন্য সম্পূর্ণ প্রস্তুত।
এসময় ২০০৮ থেকে শুরু করে ২০২৪ পর্যন্ত বিতর্কিত নির্বাচনগুলোর কঠোর সমালোচনা করে আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।
সমাবেশে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী, বিজি রশিদ নওশের ,জেলা বিএনপির প্রচার সম্পাদক সাবেক ভিপি ইলিয়াস আলী ভুইয়া, আবদুর রউফ ফকির রনি, করিমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
অপরদিকে বিকেলে নরসিংদীর শিবপুরে ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হারিস রিকাদার এর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। উদ্ভোধক হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী। বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদারের সঞ্চালনায় পৌরসভা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বিবার্তা/কামাল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]