শিরোনাম
সবার উপরে মানুষ সত্য [ঘর-বাড়ি-মন্দির ভাঙার প্রতিবাদে]
প্রকাশ : ০৬ নভেম্বর ২০১৬, ১৪:৪৬
সবার উপরে মানুষ সত্য  [ঘর-বাড়ি-মন্দির ভাঙার প্রতিবাদে]
মুহাম্মদ সামাদ
প্রিন্ট অ-অ+

এখানে মা-দূর্গা উবু হয়ে পড়ে আছে - দুই চোখে অশ্রু তার;

যেনো সন্তানের ম্লানমুখে তাঁকাবে না আর!

কালীমা’র দুই চোখে অভিমান, ফিরিয়ে রেখেছে মুখ-

যেনো শক্তির খড়গ হাতে তাড়াবে না তষ্করের তাণ্ডব!

লক্ষ্ণীর আসনে বসে গেছে নিশাচর পেঁচা-

যেনো শস্যদানা গাভি কবুতর ফলিবে না গাঁয়ে

ঘর-বাড়ি মাথা তুলে দাঁড়াবে না নিজ নিজ পায়ে!

ছিন্নভিন্ন হয়ে স্বরস্বতী গেছে নিরুদ্দেশে

যেনো বিদ্যার বিভায় আর জাগিবে না মানবিক বোধ!

 

এ যে একাত্তরের গ্রাম!

একাত্তরে, সেই বিসর্জনে-

জীবন দিলাম, সম্ভ্রম দিলাম,

পুত্র ও কন্যা দিলাম

ঘর-বাড়ি মন্দির দিলাম!

 

এসব আবার তবে কেনো চাই?

আবার তাণ্ডব কেনো?

কেনো সে-ই হায়েনার বর্বরতা?

আমার পিতার রক্তে কেনা

আমার পুত্রের রক্তে কেনা

আমার কন্যার সম্ভ্রমে কেনা

আমার বোনের সম্ভ্রমে কেনা

মায়ের অশ্রুতে কেনা

এ কোন্ মাতৃভূমি?

 

আমি কি আমার ধর্ম ভুলে যাই?-

‘সবার উপরে মানুষ সত্য

তাহার উপরে নাই’।

 

বিবার্তা/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com