দীনতাও যে আমার মত দৈন্যদশায়,
আরো বেশি নগ্ন হব কোন ভরসায়?
নির্লজ্জ লজ্জাগুলোও লজ্জিত আজ,
হাত বাড়াব? হাত দুখানি কুণ্ঠীত আজ,
এই অবেলায় কি ভাবে আর আসব কাছে,
শঙ্কা জাগে ভাল লাগাটাও হারাই পাছে,
কি করে আর ডিঙাই বল এ বাধার প্রাচীর?
তবুও পাগল মনটা আমার বৃথাই অধীর,
কবিতাও আজ থমকে গেছে নীরবতায়,
মন চাইলেও মেরুদণ্ডে টান পড়ে যায়।।
বিবার্তা/মৌসুমী
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]