শিরোনাম
জ্ঞানপীঠ পুরস্কার পাচ্ছেন শঙ্খ ঘোষ
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০১৬, ২১:১৬
জ্ঞানপীঠ পুরস্কার পাচ্ছেন শঙ্খ ঘোষ
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

২০১৬ সালের জ্ঞানপীঠ পুরস্কার পাচ্ছেন ৮৪ বছর বয়সী বিশিষ্ট কবি শঙ্খ ঘোষ।


শুক্রবার ভারতীয় জ্ঞানপীঠের তরফে এ কথা জানানো হয়।


সাহিত্য জগতে বিশেষ অবদানের জন্য ১৯৬৫ সাল থেকে এই পুরস্কার দিয়ে আসছে ভারতীয় জ্ঞানপীঠ। প্রথমবার এই পুরস্কার পান মালয়ালি কবি জি.শঙ্কর করুপ। এ পর্যন্ত মাত্র পাঁচজন বাঙালি সাহিত্যিক এই জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেছেন। এরা হলেন তারাশঙ্কর বন্দোপাধ্যায় (১৯৬৬ সালে), বিষ্ণু দে (১৯৭১), আশাপূর্ণা দেবী (১৯৭৬), সুভাষ মুখোপাধ্যায় (১৯৯০), মহাশ্বেতা দেবী (১৯৯৬ সালে)।


দীর্ঘ বিশ বছর পর কোনো বাঙালি লেখক এই পুরস্কার পেতে চলেছেন। এর আগে ভারত সরকারের পদ্মভূষণ পুরস্কার ছাড়াও একাডেমি, দেশিকোত্তম, রবীন্দ্র পুরস্কারসহ আরও অনেক সম্মানে ভূষিত হয়েছেন শঙ্খ ঘোষ।


১৯৫০-এর দশকে শঙ্খ ঘোষের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ‘দিনগুলি রাতগুলি’। প্রথম প্রকাশের পরই যথেষ্ট সাড়া ফেলেছিল তার এই কাব্যগ্রন্থ। এরপর একে একে বাবরের প্রার্থনা, আদিম লতাগুল্মময়, নিহিত পাতালছায়া, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, মুর্খ বড় সামাজিক নয়সহ অসংখ্য কাব্যগ্রন্থ রচনা করেন।


বর্তমানে জ্ঞানপীঠ পুরস্কারের অর্থমূল্য ১১ লাখ রুপি। এই পুরস্কারের জন্য শঙ্খ ঘোষের নাম মনোনীত হওয়ায় পশ্চিমবঙ্গের শিল্প-সাহিত্য মহলে খুশির ছোঁয়া লেগেছে।


বিবার্তা/ডিডি/মনোজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com