শিরোনাম
প্রস্থান
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০১৬, ১৬:৪২
প্রস্থান
মেহেদী হাসান
প্রিন্ট অ-অ+

প্রস্থানই বাস্তবতা জেনেও হৃদয় শুধু শুধু খুঁজে ফেরে,

আমার সত্তার শবদেহ আমি অনায়াসে অবহেলা করি শুধু আরো কিছুটা সময়ের জন্য,

অল্পই চাই আমি, 

সেটাও অধিকার নয় অনুরোধ,

দাবি নয় প্রার্থনা।

অতটা আশাও নেই আর - নিজের মধ্য ভাঙতে ভাঙতে এখন আর যোগ্য নই,

পোড়া মন তবু কাঙাল হয়ে থাকে, 

আরো কিছুটা সময়ের জন্য।।

 

না না, হৃদয়ের কথা এখন আর জানাব না- শুধু কথা বাড়ে, বিরক্তকর ভাবে বড় হতে থাকে কবিতা,

চেষ্টা থাকে সর্বোচ্চ সতর্ক থাকার, 

দহন থাকে তারপর ও হৃদয় আকুল হয়,

দূরে যাবার আগেও একবার উকি দিয়ে দেখে যাই,

রেখে যাই একটা শিল্পীত সম্পর্ক - আমার সংকীর্ণতা যাকে গ্রাস করতে পারেনি।।

 

বিবার্তা/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com