
প্রস্থানই বাস্তবতা জেনেও হৃদয় শুধু শুধু খুঁজে ফেরে,
আমার সত্তার শবদেহ আমি অনায়াসে অবহেলা করি শুধু আরো কিছুটা সময়ের জন্য,
অল্পই চাই আমি,
সেটাও অধিকার নয় অনুরোধ,
দাবি নয় প্রার্থনা।
অতটা আশাও নেই আর - নিজের মধ্য ভাঙতে ভাঙতে এখন আর যোগ্য নই,
পোড়া মন তবু কাঙাল হয়ে থাকে,
আরো কিছুটা সময়ের জন্য।।
না না, হৃদয়ের কথা এখন আর জানাব না- শুধু কথা বাড়ে, বিরক্তকর ভাবে বড় হতে থাকে কবিতা,
চেষ্টা থাকে সর্বোচ্চ সতর্ক থাকার,
দহন থাকে তারপর ও হৃদয় আকুল হয়,
দূরে যাবার আগেও একবার উকি দিয়ে দেখে যাই,
রেখে যাই একটা শিল্পীত সম্পর্ক - আমার সংকীর্ণতা যাকে গ্রাস করতে পারেনি।।
বিবার্তা/মৌসুমী
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]