শিরোনাম
চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি কলিম, সাধারণ সম্পাদক শুকলাল
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০১৬, ২২:২৮
চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি কলিম, সাধারণ সম্পাদক শুকলাল
চট্টগ্রাম ব্যুরো
প্রিন্ট অ-অ+

চট্টগ্রাম প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে কলিম সরওয়ার পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শুকলাল দাশ।


শনিবার রাতে ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ওমর কায়সার।


এছাড়াও সিনিয়র সহ-সভাপতি পদে কাজী আবুল মনসুর, সহ সভাপতি পদে মনজুর কাদের মনজু, যুগ্ম সম্পাদক পদে চৌধুরী ফরিদ নির্বাচিত হয়েছেন।


অর্থ সম্পাদক পদে দেবদুলাল ভৌমিক, সাংস্কৃতিক সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার, ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম, গ্রন্থাগার সম্পাদক রাশেদ মাহমুদ, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদ রোকসারুল ইসলাম, প্রচার সম্পাদক মিন্টু চৌধুরী জয়ী হন।


চার কার্যনির্বাহী সদস্যর পদে জয়ী হয়েছেন শামসুল ইসলাম, মোয়াজ্জেমুল হক, শহীদ উল আলম ও হেলাল উদ্দিন চৌধুরী।


এর আগে এদিন সকাল ৯টা থেকে শুরু হয় নির্বাচন। ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। এতে প্রেসক্লাবের ২৩৪ জন স্থায়ী সদস্যর মধ্যে ২২৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ১৫টি পদের জন্য ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।


সভাপতি পদে প্রেসক্লাবের সাবেক সভাপতি আলী আব্বাস, সাবেক সাধারণ সম্পাদক এজাজ ইউসুফী ও সভাপতি কলিম সরওয়ার নির্ববাচন করেন।


সিনিয়র সহ সভাপতি পদে কাজী আবুল মনসুর ও নাজিমুদ্দীন শ্যামল, সহ সভাপতি পদে মনজুর কাদের মনজু, মো. আবিদ হোসেন এবং স ম ইব্রাহীম এবং সাধারণ সম্পাদক পদে মো. খোরশেদ আলম, মোহাম্মদ হাসান ফেরদৌস, শুকলাল দাশ ও সালাহউদ্দিন মো. রেজা প্রতিদ্বন্দ্বীতা করেন। যুগ্ম সম্পাদক পদে লড়েছেন চৌধুরী ফরিদ ও মহসীন কাজী।


বিবার্তা/রাজু/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com