
জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটি ২০১৭-১৮ সালের দ্বিবার্ষিক নির্বাচনে সরকারপন্থি সাংবাদিকদের শফিক-ফরিদা প্যানেলের মুহম্মদ শফিকুর রহমান সভাপতি এবং ফরিদা ইয়াসমিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার সকাল ৯টা থেকে উসৎবমুখর পরিবেশে ইলেকট্রনিক পদ্ধতিতে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টায় তা সম্পন্ন হয়।
এছাড়া সহ-সভাপতি পদে সাইফুল আলম, আজিজুল ইসলাম ভুইয়া, যুগ্ম সাধারন সম্পাদক শাহেদ চৌধুরী ও অর্থ সম্পাদক পদে কার্তিক চ্যাটাজী নির্বাচিত হয়েছেন। সদস্যপদে বিজয়ী হয়েছেন শ্যামল দত্ত, কুদ্দুস আফ্রাদ, মাঈনুল, শামসু্দ্দিন আহমেদ চারু, মোল্লা জালাল, রেজোয়ানুল হক রাজা, হাসান আরেফিন ও কল্যান সাহা।
জাতীয় প্রেসক্লাবের এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ১,২১৮ জন। এর মধ্যে প্রায় ১,১০০ জন ভোট প্রদান করেছেন।নির্বাচনে ১৭টি পদের জন্য চারটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেছে।
বিবার্তা/ওরিন/মৌসুমী
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]