চাঁপাইনবাবগঞ্জে ‘মুক্তিযুদ্ধের চেতনাই আমাদের অঙ্গীকার’ এই স্লোগান ধারণ করে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন বৈশাখীর যুগপূর্তি উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে কেককাটা ও আলোচনাসভার আয়োজন করা হয়।
প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে আলোচনা সভায় জেলা প্রশাসক মাহমুদুল হাসান, পুলিশ সুপার মোজাহিদুল ইসলাম, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি ও চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, সাংবাদিক আনোয়ার হোসেন দিলু, জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ডাবলু কুমার ঘোষ, সাংবাদিক ফয়সাল মাহমুদ প্রমুখ বক্তব্য দেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম ও ওয়ারেছ আলী, সিনিয়র সহকারী পুলিশ সুপার মাইনুল ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/জাকির/জেমি/কাফী
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]