
গাইবান্ধার সংসদ সদস্য (এমপি) মঞ্জুরুল ইসলাম লিটন হত্যাকাণ্ডে তীব্র নিন্দা ও গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। শনিবার রাতে এক বিবৃতিতে তিনি এ নিন্দা ও শোক প্রকাশ করেন। বঙ্গভবন প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
শোক বিবৃতিতে লিটনের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে তার বিদেহী আত্মার মাগফেরাতও কামনা করেন রাষ্ট্রপতি।
সন্ধ্যা ৬টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে শাহবাজ এলাকায় নিজ বাড়িতে আততায়ীর গুলিতে আহত হন লিটন। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে চিকিৎসক অধ্যাপক ডা. বিমল কুমার লিটনকে মৃত ঘোষণা করেন।
বিবার্তা/ইফতি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]