শিরোনাম
শিল্পকলায় সৈয়দ শামসুল হকের জন্মজয়ন্তী
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০১৬, ১৭:৫৩
শিল্পকলায় সৈয়দ শামসুল হকের জন্মজয়ন্তী
বিনোদন প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

প্রয়াত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৮২তম জন্মজয়ন্তী ২৭ ডিসেম্বর, মঙ্গলবার। এ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে এবং একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় এদিন সন্ধ্যা ৬টায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানের।


অনুষ্ঠানের মধ্যে থাকছে সৈয়দ হকের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ ও আলোক প্রজ্জ্বলন, স্মৃতিচারণ ও আলোচনা, বিষয়ভিত্তিক প্রবন্ধ পাঠ, প্রকাশনা অনুষ্ঠান, সৈয়দ হকের কবিতা ও নাটক থেকে আবৃত্তি ও নাটকের অংশবিশেষ পাঠ, সৈয়দ হক রচিত সংগীত পরিবেশনা, সৈয়দ হককে নিবেদিত নৃত্য পরিবেশনা এবং প্রয়াত নাট্য ও চলচ্চিত্র ব্যক্তিত্বদের গ্যালারিতে সৈয়দ শামসুল হকের প্রতিকৃতি স্থাপন।


আলোচনা পর্বে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক ড. রফিকুল ইসলাম, বিশিষ্ট নাট্যজন রামেন্দু মজুমদার, আতাউর রহমান, কবি মুহম্মদ নূরুল হুদা, চলচ্চিত্র গবেষক অনুপম হায়াত, কথাসাহিত্যিক আনিসুল হক এবং প্রকাশনা সংস্থা অন্যপ্রকাশের স্বত্বাধিকারী মাজহারুল ইসলাম।


বিবার্তা/অভি/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com