
চলতি বছর দফায় দফায় ভারত-পাকিস্তান সম্পর্কের অবনতি হয়েছে। এখনও পরিস্থিতিতে কোনো বদল আসেনি। এই পরিস্থিতিতে বারবার অসহিষ্ণুতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে বি-টাউন সেলেবরাই এই অসহিষ্ণুতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। প্রভাব পড়েছিল দুই দেশের শিল্পী মহলেও।
তারপর অবশ্য পরিস্থিতিতে কিছুটা বদল আসে। শোনা যায়নি আর সেই অসহিষ্ণুতার কথা। কিন্তু, গত সেপ্টেম্বর মাসে ভারতে জঙ্গি হামলার পর থেকে ফের দুই দেশের মধ্যে তিক্ততা বাড়ে। তারই প্রভাবে এবার রইস-এর প্রচারে ভারতে ঢুকতে পারেননি পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান।
তাই টুইটারেই নিজের মত প্রকাশ করলেন তিনি। সম্প্রতি পাকিস্তানেই একটি টক শো-তে গিয়ে এই পাকিস্তানি অভিনেত্রী বলেন, ‘ভারতের কাছ থেকে আমাদের কিছু শেখার নেই। আমরা তো বলিউড নই।’ সম্প্রতি তার এই মন্তব্যকে ঘিরেই নতুন করে বিতর্ক দেখা দিয়েছে।
বিবার্তা/জাকিয়া/যুথি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]