শিরোনাম
গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে প্রেজেন্টার প্রিয়াঙ্কা
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০১৬, ১৩:৩৫
গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে প্রেজেন্টার প্রিয়াঙ্কা
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

এবার ৭৪তম ‘গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড-২০১৭’-তে প্রেজেন্টার হিসেবে দেখা যাবে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে। এর আগে চলচ্চিত্র অঙ্গনের অন্যতম সম্মানজনক পুরস্কার অস্কারে প্রেজেন্টার হিসেবে দেখা গেছে বাজিরাও মাস্তানিখ্যাত এ অভিনেত্রীকে।


সম্প্রতি মাইক্রোব্লগিং সাইট টুইটারে গোল্ডেন গ্লোবের অফিশিয়াল অ্যাকাউন্টে প্রেজেন্টার হিসেবে প্রিয়াঙ্কা চোপড়ার নাম ঘোষণা করা হয়েছে।


টুইটে লেখা হয়েছে, ‘আমরা আনন্দের সাথে জানাচ্ছি, টিমোথি ওলিফ্যান্ট, জাস্টিন থেরক্স এবং প্রিয়াঙ্কা চোপড়া ৭৪তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে প্রেজেন্টার হিসেবে থাকবেন।’


আগামী ৮ জানুয়ারি রবিবার ক্যালিফোর্নিয়ার বেভার্লি হিলসের দ্য বেভার্লি হিলটনে অনুষ্ঠিত হবে এ অ্যাওয়ার্ডের মূল পর্ব। এবারের অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন ‘দ্য টুনাইট শো’ খ্যাত জিমি ফ্যালন। প্রিয়াঙ্কা ছাড়াও এ অনুষ্ঠানে প্রেজেন্টার হিসেবে উপস্থিত থাকবেন অ্যামি সুমার, জো সালদাদো, ব্রি লারসনের মতো অভিনেত্রীরা।


বিবার্তা/জাকিয়া/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com