শিরোনাম
‘আ গায়া হিরো’র ট্রেলার প্রকাশ
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০১৬, ১২:১১
‘আ গায়া হিরো’র ট্রেলার প্রকাশ
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

কমেডি-অ্যাকশনের মশলা ছবির চিরনবীন হিরো গোবিন্দ গত কয়েক বছর ধরেই নিজেকে কেমন যেন আড়াল করে রেখেছিলেন। দু’চারটে ছবিতে তাকে নামে মাত্র দেখা গেলেও, তিনি হিরোগিরি থেকে প্রায় অবসিত জীবনই কাটাচ্ছিলেন। তবে এবার ধামাকাদার কামব্যাক হচ্ছে তার। ২০১৭-তে হিরোর ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন তিনি।


ঘটনাচক্রে আসন্ন ছবিটির নামও- ‘আ গায়া হিরো’। দীপঙ্কর সেনাপতির পরিচালনায় এই ছবিতে গোবিন্দ একজন পুলিশ অফিসার। যে কি-না আশুতোষ রানা পরিচালিত এক ক্রাইম নেটওয়ার্ককে ভাঙতে চায়।


জানা গেছে, এই ছবিটির শিডিউল রিলিজ ছিল ২০১৪-এ। কিন্তু পরে এর নাম বদলায় ‘অভিনয় চক্র’ থেকে ‘আ গায়া হিরো’-তে পরিণতি পায় এই ছবি। সম্প্রতি প্রকাশ পেয়েছে এর ট্রেলার। গোবিন্দ যে এতদিন পরেও গোপিন্দ, সে কথাই বলছে ‘আ গায়া হিরো’-র ট্রেলার। ২০১৭-এর শেষের দিকে মুক্তি পাবে ছবিটি।



বিবার্তা/জাকিয়া/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com