জুহি চাওলাকে শেষ দেখা গিয়েছিল ‘চক অ্যান্ড ডাস্টার’ ছবিতে। শবানা আজমির সাথে। তবে ছবিটি নিয়ে তেমন কোনো উৎসাহ কিংবা হইচই হয়নি। কিন্তু জুহি চাওলা তো জুহি চাওলাই! তিনি সেই চুলবুলি, মিষ্টি, সদা হাস্যময়ী-ই!
এই নায়িকা সম্প্রতি একটি উদ্যোগ নিয়েছেন প্লাস্টিক এবং তেজস্ক্রিয়তার বিরুদ্ধে লড়বার। সে ব্যাপারে আবার রীতিমতো ‘আয়রন লেডি’ নব্বই দশকের এই স্ক্রিন সুইটহার্ট!
এ প্রসঙ্গে জুহি চাওলা বলেন, পাঁচ মাস আগে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সাথে যোগাযোগ হয় আমার, যারা এটা নিয়ে কাজ করছে। বিচ ক্লিনিংয়ের কাজ শুরু করে দিয়েছে তারা। বিভিন্ন সংবাদমাধ্যম এবং প্রশাসনিক সংস্থা আমাদের ইনিশিয়েটিভে সহযোগিতা করছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস আমাদের প্রেজেন্টেশন দেখে আপ্লুত। কথা দিয়েছেন, সব রকম সাহায্য করবেন।
তিনি আরও জানান, প্লাস্টিক থেকে যে ক্ষতিটা হয়, সেটা কত ভয়াবহ জায়গায় পৌঁছে গেছে জানতে পারলে যে কেউ আতঙ্কিত হবেন। অ্যান্ড ইউ উড নেভার বি দ্য সেম পার্সন এগেইন। সে কারণেই নিজের বাড়িতে প্লাস্টিক একেবারেই ব্যবহার করি না।
বিবার্তা/জাকিয়া/যুথি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]