
চলতি বছরের জুলাইতে মুক্তি পেয়েছিল রজনীকান্তর বহুল আলোচিত ছবি ‘কাবালি’। যার উন্মাদনা দেখেছিল বিশ্ব। তিনি যে সত্যিই সুপারস্টার তা আরও একবার প্রমাণ করেছিলেন রজনীকান্ত। এত দিন পর মুক্তি পেল ‘কাবালি’ থেকে বাদ পড়া বেশ কিছু দৃশ্য। যা এখন রীতিমত ভাইরাল।
আর হবে না-ই বা কেন? ২০১৬-তে বক্স অফিস সাফল্যের দিক থেকে ‘কাবালি’ ছবিটি রয়েছে তিন নম্বরে। বছর শেষে মুক্তি পাওয়া আমির খানের ‘দঙ্গল’ আর্থিক সাফল্য পেয়েছে সবচেয়ে বেশি। দ্বিতীয় স্থানে রয়েছে সালমান খানের ‘সুলতান’।
‘কাবালি’র পরিচালক পা রঞ্জিতের কাছে গোটা ছবিটাই ছিল একটা ইমোশনাল জার্নি। মুক্তির পর পরই টিম ‘কাবালি’ প্রমিস করেছিল যে দৃশ্যগুলি মূল ছবিতে রাখা গেল না তা পরে প্রকাশ করা হবে। সেই কথা রাখতেই এই ভিডিও প্রকাশ করেছে বলে সূত্রের খবরে জানা গেছে।
বিবার্তা/জাকিয়া/যুথি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]