ক্ষমতা পুত্র ................
নই কোন মহারাজ নই কোন ঐশ্বরিক তাণ্ডবে
লহরি তোলা ক্ষমতা পুত্র
রইব না তোমাদের পুস্তকি কায়দার পত্র শিরোনামে
কোন পূজারীর পুস্প শুধার অমৃত পাত্রে ।
নশ্বর কায়ায় আমি তোমাদের পাহাড়সম জঞ্জাল
তবে ঈশ্বরী কাঁটাতারে অবিনশ্বর আমার খোয়াব খেয়ায়
তরঙ্গ পূজায় খই ভাঁজবে জানি
শত সহস্র আয়োজনে বাণিজ্য পসরায়
এথায় সেথায় মাতবে জানি
ওপার-এপার দুই পারেরই আমি তবুও রইব নিশ্চুপ
দেখব ঈশ্বরের খেল ।।
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]