
ভালোবাসা ফুল হয়েছে
ফুলের দোকানে সুবাস ছাড়া
কিছুই মিলে না,
ফুল বিক্রি হয়ে গেছে।
হিয়ার মাঝে ভালোবাসার লেশমাত্র
পাওয়া যায় না,
ভালোবাসা ফুল হয়ে গেছে।
রেশমি চুলের খোঁপায় আর গলায় ভালোবাসা,
ভালোবাসা মালা হয়ে গেছে।
শপিংমল আর রেস্তোরাঁয় ভালোবাসা
ভালোবাসা আহারজাত পণ্য ও
পরিধেয় পোশাকে পরিণত হয়েছে।
পহেলা বৈশাখ আর ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে,
শহরের রাস্তায় রাস্তায় ঢল নামে,
ভালোবাসা উৎসব হয়ে গেছে।
রমনার বটমূলে আর সোহরাওয়ার্দীর
সবুজ ঘাসে ভালোবাসা,
ভালোবাসা স্বাধীন হয়ে গেছে।
তোমার চুলে গন্ধ আর নগ্ন দেহের ভালোবাসা
আমায় আসক্ত করেছে,
ভালোবাসা প্রেম হয়ে গেছে।
আজকাল ফুলের দোকানে
সুবাস ছাড়া কিছুই মিলে না,
ফুল বিক্রি হয়ে গেছে,
আর ভালোবাসা ফুল হয়ে গেছে।
তোমাকে হারিয়েছি
তোমাকে হারানোর নীল কষ্ট
সহ্য করতে পারি নিজের মতো করে।
অজান্তে মনটাকে শরীর থেকে
সম্পূর্ণ বিযুক্ত করে নিতে পারি।
নিষ্পাপ কয়েদির মতো, শরীরটা
শুয়ে থাকে তোমার যন্ত্রণার কারাগারে।
সরব মনটা চলে যায়,
কোনো এক স্বপ্নের আনন্দলোকে।
যেখানে জানালার ধারে দাঁড়িয়ে গুনগুন করছো তুমি।
স্নান সেরে চিরুনি চালাচ্ছো তোমার ভিজে লম্বা চুলে।
চোখ বুজে দৃশ্যের পর দৃশ্য
ইতিহাসের পর ইতিহাস স্মরণ করে,
নিজেকে পূর্ণ নির্মাণ করতে পারি।
কত কাল তোমার সাথে দেখা হবে না, কে জানে!
দেখা না হলেও মনে মনে
কথা বলতে তো বাধা নেই।
মনটা শরীর থেকে বিযুক্ত করে
এখন হাজারো কষ্ট সহ্য করতে পারি।
বিবার্তা/রবিউল/নিশি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]