শিরোনাম
লাইলা স্লিমানি পেলেন ফ্রান্সের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার
প্রকাশ : ০৫ নভেম্বর ২০১৬, ১৬:১৮
লাইলা স্লিমানি পেলেন ফ্রান্সের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

মরক্কো বংশোদ্ভুত লেখিকা লাইলা স্লিমানি পেলেন ফ্রান্সের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার গনকোর্ত। গত বৃহস্পতিবার এ পুরস্কার ঘোষণা করা হয়।


লাইলা তাঁর 'সুইট সং' উপন্যাসের জন্য এ পুরস্কার পেলেন। ২০১২ সালে নিউ ইয়র্কে সংঘটিত দুটি শিশুহত্যার বাস্তব ঘটনা অবলম্বনে উপন্যাসটি রচিত। শিশুদের দেখাশোনার দায়িত্বে নিয়োজিত আয়াই তাদের হত্যা করে।


গনকোর্ত পুরস্কারের শত বছরের ইতিহাসে লাইলা হলেন ১২তম নারী। এর আগে মারগারিতা দুরাস ও সিমন দ্য বোভেয়ার মতো খ্যাতিমান নারীরাই এ পুরস্কার পান।


পুরস্কার হিসেবে লাইলা পাবেন মাত্র ১০ ইউরো (১১ ডলার)। তবে পুরস্কারটি পাওয়ার ফলে বইটির সাড়ে চার লাখ কপি বিক্রি নিশ্চিত হয়ে গেল। অবশ্য উপন্যাসটি ইতিমধ্যেই ফ্রান্সে বেস্ট সেলার (সর্বাধিক বিক্রিত) হয়েছে।


পুরস্কার ঘোষণার পর সাংবাদিকরা দুই সন্তানের মা, ৩৫ বছর বয়সী লাইলাকে ঘিরে ধরে এবং তাঁর প্রতিক্রিয়া জানতে চায়। লাইলা বলেন, এতো হট্টগোলের মধ্যে সাহিত্য নিয়ে কথা বলা সম্ভব নয়। এ পুরস্কারের জন্য আমি ছিলাম ফেভারিট। তারপরও গত রাতে আমার ভালো ঘুম হয়েছে।


লাইলা তাঁর পুরস্কারটি পিতা ও মাতাকে উৎসর্গ করেছেন। তিনি বলেন, আমার বাবা ১০ বছর আগে মারা গেছেন। আমার মা একজন ডাক্তার। তিনি আজ (বৃহস্পতিবার) সকালে মরক্কো থেকে এসে পৌঁছেছেন। এসেই তিনি তাঁর অন্তরজ্ঞান থেকে বললেন যে আজ বিকেল সাড়ে ৪টায় আমি বিজয়ী হতে যাচ্ছি। সূত্র : এএফপি


বিবার্তা/হুমায়ুন/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com