শিরোনাম
দুটি ছড়া
প্রকাশ : ১২ অক্টোবর ২০১৬, ১৬:১১
দুটি ছড়া
লুৎফর রহমান রিটন
প্রিন্ট অ-অ+

বাঙালির হাইকোর্ট


একটা ভবন দাঁড়িয়ে আছে উঁচিয়ে বক্ষ
দম্ভটা তার আকাশছোঁয়া, সেটাই লক্ষ্য।


একটা ভবন কী ড্যাম কেয়ার! জন্মসুত্রে
ঝাঁ চকচকে চেহারা তার নেই তো খুঁৎ রে!


একটা ভবন দেখায় তাহার প্রভাব বিত্ত
আইনকে বুড়ো আঙুল দেখায় রোজই, নিত্য।


একটা ভবন দাঁত কেলিয়ে করছে হাস্য
মানতে নারাজ বৈধতা আর আইনি ভাষ্য।


একটা ভবন নির্মিত হয় জবরদস্তি
সেই ভবনের মালিকবৃন্দ টাকার হস্তি।


ওদের বুড়ো আঙুলে ভাই বেজায় শক্তি
প্রশাসনও সালাম-প্রণাম দেখায় ভক্তি।


টাকার গরম! সবাইকে তাই ভোদাই জানে
কিন্তু হঠাৎ কী যে হলো খোদাই জানে--


ঢিংকাচিকা ঢিংকাচিকা ডিংগা ডিংগা
দম্ভসমেত ভবন ধ্বসের বাজলো শিংগা...


সেলফি ছড়া


এক যে ছিল বাঘ,
শরীরে তার ডোরাকাটা হলুদ কালো দাগ!
সেলফোনে সে সেলফি তুলে খুশিতে বাগবাগ!


ফেসবুকে তা পোস্ট করে সে স্ট্যাটাস দিলো—‘‘ভাই
বলতে পারো এই শহরে হরিণ কোথায় পাই?
স্লামালেকুম গুড মর্নিং আদাব নমস্কার
একটা ছোট হরিণ ছানার খুবই যে দরকার!
হরিণ বিহীন রাত্রি ও দিন ফিলিং ভেরি স্যাড
হরিণ ছানার লিংক দেবে যে করবো তাকে এড।’’


হাজার হাজার লাইক পেলো সে শত শত শেয়ার
(একজনও নেই হরিণ ছানার লিংকটা খুঁজে দেয়ার!)
তখন শ্রীমান বাঘ—
শরীরে যার ডোরাকাটা হলুদ কালো দাগ
‘হালুম’ লিখে কমেন্ট করলো কমেন্টে কী রাগ!
খানিক সময় পরে
কোত্থেকে এক হরিণ ছানা মজার কমেন্ট করে—
‘‘বাঘ মামা নাও সেলাম,
ফেসবুকের এই নিউজ ফিডেই তোমার খবর পেলাম।
আমায় নাকি খুঁজছো তুমি? বাপরে ওরেব্বাবা
এই নাও লিংক বলো কখন ঘাড় মটকে খাবা?
স্বনামে খুব বিপদ মামা তাই নিয়েছি ‘নিক’
আমার নিক-এর ফলোয়াররা ছড়িয়ে চতুর্দিক।
নিক নিয়েছি তোমার নামেই কাণ্ড চমৎকার—
হরিণ-টরিণ বাদ দিয়ে তাই হয়েছি ‘টাইগার’!
বাঘের দাপট দেখিয়ে ভালোই চলছে খানাপিনা
ইনবক্সে এখন বলো তুমিও আসল কী না!
আসল যদি না হও তবে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই?
অরিজিনাল হইলে পরে তোমারে না ঘাটাই...।’’


মজারু ফেসবুক,
এক ঘাটে জল ব্যাঘ্র-মহিষ-উল্লুক ও ভাল্লুক!
কে যে আসল কে যে নকল এবং কে যে ভুয়া
হয় না মালুম কে যে হালুম কে যে হুক্কা হুয়া...


বিবার্তা/মৌসুমী/হুমায়ুন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com