চট্টগ্রাম
নাসিরনগরে
সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১৪০ বস্তা চাল অবৈধভাবে মজুদ করার সময় উদ্ধার
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:০০
সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১৪০ বস্তা চাল অবৈধভাবে মজুদ করার সময় উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১৪০ বস্তা চাল অবৈধভাবে মজুদ করার সময় উদ্ধার হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে খাদ্যগুদামের অনতিদূরের মহাখালপাড়ার দু’টি দোকান থেকে এসব চালের বস্তা উদ্ধার করা হয়। এসব বস্তায় প্রায় পাঁচ হাজার কেজি চাল রয়েছে। এসময় দোকান থেকে দুই শ্রমিককেও আটক করে পুলিশ।


অভিযুক্ত দোকানদাররা হলেন, স্থানীয় ব্যবসায়ী মোতাহার মিয়া ও রহমত আলী।


আটককৃত দুই শ্রমিক হলেন - শাহা কামাল মিয়া ও জুয়েল মিয়া। তারা দু’জনই বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রামের বাসিন্দা।


স্থানীয়রা জানান, সরকার সম্প্রতি হতদরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য বিশেষ কার্ডের মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ শুরু করেছে। নাসিরনগরে প্রায় ১১ হাজার উপকারভোগীর জন্য এ চাল বরাদ্দ রয়েছে। তবে চাল বিতরণ শুরুর আগেই সরকারি সিলমোহরযুক্ত ১৪০ বস্তা চাল এবং আরও প্রায় ১৫০টি খালি সরকারি বস্তা দুই দোকান থেকে উদ্ধার করা হয়।


খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জানান, ডিলাররা চাল নিয়ে এখন উপকারভোগীদের মধ্যে বিতরণ করছেন। কিভাবে এসব সরকারি চালের বস্তা দোকানে এলো সে বিষয়টি দোকানদার ও সংশ্লিষ্ট ডিলাররা ভালো জানবেন। এবিষয়ে বিস্তারিতভাবে খোঁজ নেয়া হচ্ছে।


নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন জানান, অভিযান চালিয়ে সরকারি সিলমোহরযুক্ত ১৪০ বস্তা চাল এবং ১৫০টি খালি বস্তা জব্দ করা হয়েছে। কার মাধ্যমে, কিভাবে এসব চাল দোকানে এলো সে বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে।


বিবার্তা/আকঞ্জি/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com