নানা আয়োজনে গোপালগঞ্জে মৎস্য সপ্তাহের সূচনা
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ১৮:৪৯
নানা আয়োজনে গোপালগঞ্জে মৎস্য সপ্তাহের সূচনা
প্রিন্ট অ-অ+

গোপালগঞ্জে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ, যা দেশের প্রাকৃতিক মৎস্য সম্পদের সংরক্ষণ, উন্নয়ন এবং সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে অনুষ্ঠিত হচ্ছে। জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে আয়োজন করেছে এই বিশেষ কর্মসূচি।


“অভায়শ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি”- এই প্রতিপাদ্য নিয়ে এ বছরের মৎস্য সপ্তাহের উদ্বোধন হয়।সোমবার (১৮ আগস্ট) সকালে, সদর উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে।


এ সময় জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান উদ্বোধন করেন এবং শোভাযাত্রার মাধ্যমে জেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। শোভাযাত্রাটি শেষ হয় মৎস্য অধিদপ্তরে।


পরবর্তীতে গোপালগঞ্জ মৎস্য ও প্রশিক্ষণ কেন্দ্রের হল রুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দীর সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার সারোয়ার হোসেন, সহকারী প্রকল্প পরিচালক আসলাম হোসেন শেখ, সিনিয়র সদর উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী, খামার ব্যবস্থাপক তানজিলা আক্তার নিপা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ৩ জন সফল মৎস্য চাষীকে ক্রেস্ট প্রদান করা হয়। এতে সরকারের কর্মকর্তাবৃন্দ, মৎস্য চাষী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।


জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী সভায় উল্লেখ করেন, নিরাপদ এবং সুস্থ মাছ উৎপাদন করতে হবে এবং অবৈধ উপকরণ ব্যবহার করে মাছ ধরা থেকে বিরত থাকতে হবে। তিনি দেশীয় মাছের সংরক্ষণে সর্বাধিক গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।


প্রধান অতিথি জেলা প্রশাসক কামরুজ্জামান কারেন্ট জাল এবং ইলেকট্রিক শকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের কথা বলেন। তিনি জানান, অবৈধ উপকরণ দিয়ে মাছ ধরা বন্ধ করতে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।এদিকে, টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে


টুঙ্গিপাড়ায়ও একটি উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণের পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়, যা উপজেলা মিলনায়তনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও ফারজানা আক্তার। এ মৎস্য সপ্তাহ আগামী ২৪ আগস্ট পর্যন্ত চলবে।


বিবার্তা/শান্ত/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com