
স্পেশাল ক্লাসের নামে অতিরিক্ত ফি আদায়, শিক্ষার্থীদের সশরীরে কলেজে আসতে বাধ্য করা, ফরম ফিলাপের নির্দিষ্ট তারিখ নিয়ে গড়িমসিসহ বিভিন্ন অভিযোগের কারণে রাজধানীর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজকে কঠোর নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। শুধু তাই নয়, অভিযুক্ত এই কলেজকে মঙ্গলবারের (২৪ আগস্ট) মধ্যে ভুক্তভোগী শিক্ষার্থীদের বোর্ড নির্ধারিত এইচএসসি পরীক্ষার ফরম পূরণ ফি ও টিউশন ফি ছাড়া বাকীসব ফি বাদ দিয়ে ফরম পূরণ করার কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। বোর্ডের এই নির্দেশনা অমান্য করলে দুর্নীতির দায়ে অভিযুক্ত এই কলেজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।
সোমবার (২৩ আগস্ট) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের ভুক্তভোগী বেশ কিছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডে গিয়ে অনিয়মের বিরুদ্ধে অভিযোগ করলে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস. এম আমিরুল ইসলাম কলেজ প্রিন্সিপাল শিবলি সাদিককে এ নির্দেশনা দেন।
সরেজমিনে থাকা বিবার্তার প্রতিবেদক জানায়, এদিন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের ভুক্তভোগী শিক্ষার্থীদের প্রতিনিধিদল ও তাদের অভিভাবকরা কলেজের লাগামহীন দুর্নীতির তথ্য-প্রমাণ ও গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নেহাল আহমেদকে জানালে তিনি বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস. এম আমিরুল ইসলামকে বিষয়টি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।
এরপর কলেজের ভুক্তভোগী শিক্ষার্থীদের প্রতিনিধিদল ও তাদের অভিভাবকরা পরীক্ষা নিয়ন্ত্রকের অফিসে গিয়ে লিখিত অভিযোগ করেন। সেখানে পরীক্ষা নিয়ন্ত্রক তাদের বক্তব্য শুনে তথ্য-প্রমাণ যাচাই বাছাই করে অভিযুক্ত কলেজের প্রিন্সিপালকে বোর্ডের পক্ষ থেকে ফোন দেন।
বিবার্তায় আরো পড়ুন>>>শিক্ষাখাতে দুর্নীতি : অতিরিক্ত ফি আদায় করছে ড্যাফোডিল! (পর্ব-১)
শিক্ষাখাতে দুর্নীতি : অতিরিক্ত ফি না দিলে পরীক্ষায় বসতে না দেয়ার হুমকি! (পর্ব-২)
শিক্ষা বোর্ডকেও তোয়াক্কা করছে না ড্যাফোডিল! (পর্ব-৩)
এসময় পরীক্ষা নিয়ন্ত্রক আমিরুল ইসলাম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের প্রিন্সিপাল শিবলি সাদিকের কাছে জানতে চান, What is Special class fee? করোনাকালীন সময়ে বোর্ডের পক্ষ থেকে ফরম পূরণের নির্ধারিত ফিসহ শুধু টিউশন ফি আদায় করা যাবে এমন নির্দেশনা দেয়া হয়েছিল।কিন্তু আপনার কলেজে ফরম ফিলাপে স্পেশাল ক্লাসের নামে অতিরিক্ত ফি নেয়া হচ্ছে কেন? এ বিষয়ে চেয়ারম্যান স্যার ও আমার কাছে শিক্ষার্থী-অভিভাবকরা অভিযোগ করেছেন।
আমিরুল ইসলাম প্রিন্সিপাল শিবলি সাদিকে নির্দেশনা দেন, ভুক্তভোগী শিক্ষার্থীদের মঙ্গলবারের (২৪ আগস্ট) মধ্যে বোর্ড নির্দেশিত এইচএসসি পরীক্ষার ফরম পূরণ ফি ও টিউশন ফি ছাড়া বাকীসব ফি বাদ দিয়ে ফরম পূরণ করার ব্যবস্থা করবেন।
পরীক্ষা নিয়ন্ত্রক হুঁশিয়ারী দিয়ে বলেন, ইতোমধ্যে অনিয়মের দায়ে ৫৩ টি কলেজের প্যানেল বন্ধ করা হয়েছে। অনিয়ম করলে কাউকে ছাড় দেয়া হবে না।
শিক্ষার্থীদের আশ্বাস দিয়ে তিনি বলেন, তোমাদের পরীক্ষা কেউ আটকাতে পারবে না। যেহেতু তোমাদের রেজিষ্ট্রেশন আছে সেহেতু তোমরা অবশ্যই পরীক্ষা দিতে পারবা। এডমিট কার্ড তো যাবে আমার সাইনে। প্রয়োজনে তোমাদের অন্য কলেজ থেকে ফরম পূরণের ব্যবস্থা করা হবে। তোমাদের কলেজ অনিয়ম করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এসময় উপস্থিত এক শিক্ষার্থী পরীক্ষা নিয়ন্ত্রককে বলেন, স্যার, কলেজ আমাদের হুমকি দিলে কি হবে? তখন তিনি বলেন, কেউ তোমাদের কিছু করতে পারবে না। বোর্ড শিক্ষার্থীদের পাশে আছে। অন্যায় করলে কাউকে ছাড় দেয়া হবে না।
এসময় আরেক শিক্ষার্থী বলেন, স্যার আমরা যারা ইতোমধ্যে অতিরিক্ত ফি দিয়েছি তাদের কি হবে? তখন তিনি বলেন, তোমরা কলেজে যাও। সবকিছু নিয়ম মেনে হবে।
উপস্থিত অভিভাবকরা বিবার্তার এই প্রতিবেদককে জানান, শিক্ষা বোর্ডের নির্দেশনাকে সম্পূর্ণ বৃদ্ধাঙ্গলি দেখিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ নিজস্ব নিয়মনীতির দোহাই দিয়ে নিয়ম বহির্ভূতভাবে কথিত স্পেশাল ক্লাসসহ বিভিন্ন খাতে অতিরিক্ত টাকা আদায়ের জন্য শিক্ষার্থীদের চাপে রেখেছে। বিষয়টি নিয়ে বোর্ডে অভিযোগ করলে বোর্ড তথ্য প্রমাণ দেখে কলেজ কর্তৃপক্ষকে নির্দেশনা মেনে শিক্ষার্থীদের ফরম পূরণ করে দেয়ার নির্দেশ দেন।এক্ষেত্রে নির্দেশ না মানলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথাও জানান। আমরা আশা করছি, কালকে কলেজে গেলে কলেজ কর্তৃপক্ষ বোর্ড নির্দেশনা মেনে শিক্ষার্থীদের ফরম পূরণের ব্যবস্থা করবেন। বোর্ডের নির্দেশনা না মানলে বোর্ডে জানানোর কথাও বলা হয়েছে আমাদের।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের এসব অনিয়ম ও অভিযোগের বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রফেসর নেহাল আহমেদ বিবার্তাকে বলেন, কোনো কলেজ শিক্ষা বোর্ডের নির্ধারিত ফি’র অতিরিক্ত ফি আদায় করলে কিংবা বোর্ডের নির্দেশনা না মানলে শিক্ষার্থী, অভিভাবকরা বোর্ডে অভিযোগ করলে ওই কলেজের বিরুদ্ধে সাথে সাথে ব্যবস্থা নেয়া হবে। অতিরিক্ত ফিসহ অনিয়ম দেখলেই শিক্ষার্থী-অভিভাবককে আমার কাছে পাঠিয়ে দেবেন। অভিযোগ প্রমাণিত হলে কলেজের প্যানেল বন্ধ করে দেয়া হবে।
তিনি বলেন, ইতোমধ্যে অতিরিক্ত ফিসহ অনিয়মের দায়ে ৫৩টি কলেজের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। পরে অতিরিক্ত টাকা ফেরত দেয়ায় তাদের প্যানেল খুলে দেয়া হয়েছে।
প্রসঙ্গত,স্পেশাল ক্লাসের নামসহ বিভিন্ন দোহাই দিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি নিচ্ছে রাজধানীর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ। এই অতিরিক্ত ফি না দিলে পরীক্ষায় বসতে না দেয়ার হুমকির অভিযোগও উঠেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। ভুক্তভোগী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সাথে কথা বলে এসব অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ নিয়ে বিবার্তা২৪ ডট নেটে ধারাবাহিক প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। একই ঘটনায় শিক্ষা বোর্ডের দারস্থ হয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।
বিবার্তা/আদনান/রাসেল/গমেজ/আবদাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]