জাপানের একদল গবেষক বলছেন, প্রাণীর উপর চালানো তাদের পরীক্ষা থেকে আভাস পাওয়া যায় যে ওমিক্রন ধরনের করোনা ভাইরাস সম্ভবত ডেল্টা ধরনের চাইতে কম প্যাথোজেনিক বা রোগ সংক্রামক।
টোকিও বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা বিজ্ঞান ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক সাতো কেই এবং হোক্কাইদো বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট স্কুল অব মেডিসিনের অধ্যাপক ফুকুহারা তাকাসুকে ওই গবেষক দলটির নেতৃত্ব দিচ্ছেন জানিয়ে এনএইচকে ওয়ার্ল্ড এর এক প্রতিবেদনে বলা হয়েছে। গবেষণার ফলাফল অনলাইনে প্রকাশ করা হয়।
ওই দলটির চালানো পরীক্ষায় ওমিক্রন ধরনের সাথে ডেল্টা ধরন এবং আগের করোনা ভাইরাস মহামারির তুলনা করে দেখা হয়। দলটি বলছে ডেল্টা ও আগের ধরনের কোষের পরীক্ষার উপাদান দূষিত কোষ ভেঙ্গে ফেলেছে এবং একটি কোষের সাথে আরেকটি কোষের একীভূতকরণ উস্কে দিয়েছে, তবে ওমিক্রন ধরনের বেলায় তা দেখা যায়নি।
দলটি একই সাথে ইঁদুরের দেহে তিন ধরনের ভাইরাসের প্রতিটি সংক্রমিত করেছে। গবেষকরা বলছেন- ডেল্টা কিংবা আগের ধরনে যেগুলোকে সংক্রমিত করা হয়, সেগুলোর বেলায় ওজন হ্রাস পাওয়া, নিউমোনিয়ার অবনতি হওয়া কিংবা ফুসফুসে রক্তপাত হতে দেখা গেছে।
এর বিপরীতে ওমিক্রনে সংক্রমিত ইঁদুরে ওজন কমে যাওয়া এবং নিউমোনিয়া মারাত্মক হয়ে ওঠার মতো কিছু দেখা যায়নি।
বিবার্তা/এসএফ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]