ভোলার চরফ্যাশন উপজেলায় শশীভূষণে মো. সোহাগ (৩২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩১ডিসেম্বর) সকাল ১০টার দিকে চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চর ফকিরা গ্রাম থেকে এ লাশ উদ্ধার করা হয়।
সোহাগ চরফ্যাশন শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চর ফকিরা গ্রামের মৃত নিরব মহাজনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোহাগ বেশ কিছুদিন ধরে মানসিক সমস্যায় ছিলেন। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) ভোর রাতে ফজরের নামাজ পড়ার কথা বলে ঘর থেকে বের হন। অনেক খোঁজাখুজির করে বাড়ির পাশে একটি গাছের সঙ্গে গলায় ফাঁস দেয়া অবস্থায় তার ঝুলন্ত লাশ দেখতে পান স্ত্রী নুজাহান। তার চিৎকারে স্থানীয়রা এসে পুলিশকে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
শশীভূষণ থানার ওসি মো. মিজানুর রহমান পাটোয়ারী বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রির্পোট এলে এটি হত্যা না আত্মহত্যা জানা যাবে।
বিবার্তা/শাহীন/এসএফ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]