
খুলনার বটিয়াঘাটায় কৃষ্ণ পদ দাস (২২) নামের এক মোটরসাইকেল আরোহীর সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শুক্রবার (৩১ ডিসেম্বর) দুপুরে উপজেলার নাহাড়ীতলার মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কৃষ্ণ পদ দাস উপজেলার হেতালবুনিয়া গ্রামের কালিপদ দাসের ছেলে। তিনি একটি মৎস্য খাবার উৎপাদনমুখী প্রতিষ্ঠানে চাকুরী করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দ্রুত গতিতে মোটরসালইকেল চালিয়ে যাওয়ার সময়ে তিনি নিয়ন্ত্রণ হরিয়ে ফেলেন। এতে তিনি রাস্তায় পড়ে গিয়ে দূরে ছিটকে যান। এক পর্যায়ে রাস্তার পাশের একটি পিলারের সাথে মাথায় আঘাতপ্রাপ্ত হন। এতে তার মাথা ফেটে মগজ বের হয়ে আসে। স্থানীয়রা ছুঁটে এসে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান।
সেখান থেকে তাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে পৌঁছানোর পূর্বেই তিনি মারা যান। বটিয়াঘাটা থানার ওসি মো. শাহ জালাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিবার্তা/তুরান/এসএফ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]