দেশ ক্রান্তিকাল পার করছে : মির্জা ফখরুল
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ১৬:০৬
দেশ ক্রান্তিকাল পার করছে : মির্জা ফখরুল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশ এখন ক্রান্তিকাল সময় পার করছে বলে মন্তব্য করেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও শহরের মানবকল্যাণ পরিষদে আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


ফখরুল বলেন, দেশকে অস্থিতিশীল করতে কিছু লোক পেছন থেকে কাজ করছে। এই নির্বাচনকে বানচাল করার চেষ্টা করা হচ্ছে। আমাদের ঐক্য নষ্ট হলে দেশের ক্ষতি হবে।


তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতাকে চিরস্থায়ী করতে বিভিন্ন আইন পাশ করেছিল। তারা মানুষকে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। আলেম ওলামাদের জঙ্গি বলে ভয়ভীতি দেখানো হতো, ধরে নিয়ে যাওয়া হতো। সেই সময় আমরা পেরিয়ে এসেছি। এখন সময় এসেছে নতুন করে দেশ গড়ার।


বিএনপি মহাসচিব বলেন, বিএনপির অঙ্গীকার; কুরআন সুন্নাহর বাইরে কোনো আইন আমরা করতে দিব না। কিন্তু কিছু মানুষ বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করে; আমরা নাকি কুরআন সুন্নাহর আলোকে থাকতে চাই না‌। কিন্তু আমরা সব সময় কোরআন সুন্নাহর পক্ষে ছিলাম ও আছি।


সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক স্থিতিশীলতা, ধর্মীয় মূল্যবোধ রক্ষা এবং আগামী দিনের করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।


মির্জা ফখরুল বলেন, আমাদের এই সময় খুব সাবধান থাকতে হবে। আমরা যেন আবার কোনো অন্ধকারের দিকে চলে না যাই। আমাদের সাবধান থাকতে হবে, ভুল করে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করে চক্রান্তকারীদের হাতে না পড়ে যেখানে দেশ ক্ষতিগ্রস্ত হবে, আমরা ক্ষতিগ্রস্ত হব।


এ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনকে ভাঙার চেষ্টা করা হচ্ছে, বানচালের চেষ্টা করা হচ্ছে। সেটা যেন করতে না পারে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।


মির্জা ফখরুল বলেন, অত্যন্ত কষ্টের সঙ্গে, বেদনার সঙ্গে আমরা স্মরণ করি আমাদের ছোট ভাই, আমাদের সন্তান, শহীদ ওসমান হাদিকে স্মরণ করি; সবসময়। স্মরণ করি আবু সাঈদকে, চট্টগ্রামের ওয়াসিমকে- যারা জুলাইয়ে প্রাণ দিয়েছেন। ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধে যারা জীবন দিয়েছেন তাদেরকেও আমরা স্মরণ করি।


মতবিনিময় সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিন, হাফেজ মাওলানা মোহাম্মদ রশিদ আলম, মাওলানা খলিলুর রহমানসহ আলেম-ওলামা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com