
সংস্কৃতিবিরোধী স্বাধীনতার সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করছে বলে মন্তব্য করেছেন সিনিয়র যুগ্ম মহসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (২৮ ডিসেম্বর) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশের কোথাও থেকে নির্বাচন করতে বাধা নেই মন্তব্য করে রিজভী বলেন, তারেক রহমান ঢাকা থেকে নির্বাচন করলে সারা দেশের নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করতে পারবেন।
এছাড়া তিনি আরও বলেন, বাংলাদেশে এখনও আধিপত্যবাদের সংস্কৃতি বিদ্যমান রয়েছে। তাদের বিরুদ্ধে পাল্টা সংস্কৃতি গড়ে তোলারও আহ্বান জানান তিনি। স্বাধীনতার সার্বভৌমত্ব যারা ক্ষুণ্ণ করছে তারা সংস্কৃতিবিরোধী বলেও জানান রুহুল কবির রিজভী।
এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসনের পর ঢাকা-১৭ আসনের জন্য তার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]