খুলনা-১ আসনে জামায়াতের প্রার্থী সনাতন ধর্মাবলম্বী কৃষ্ণ নন্দী
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:২২
খুলনা-১ আসনে জামায়াতের প্রার্থী সনাতন ধর্মাবলম্বী কৃষ্ণ নন্দী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জামায়াত ইসলামীর নির্বাচনি পরিসংখ্যানে এবার নতুন চমক খুলনা-১ আসন। প্রথমবারের মতো সনাতন ধর্মাবলম্বী একজনকে প্রার্থী ঘোষণা করেছে দলটি। মনোনয়ন পেয়েছেন ডুমুরিয়ার চুকনগর এলাকার ব্যবসায়ী এবং উপজেলা জামায়াতের সনাতনী শাখার সভাপতি কৃষ্ণ নন্দী। বিষয়টিকে দলটির নতুন রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন স্থানীয়জন ও সচেতন মহল।


দলীয় সূত্রে জানা যায়, এ আসনে আগে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনায় ছিলেন মাওলানা ইউসুফ। তবে তাকে বাদ দিয়ে শেষ মুহূর্তে মনোনয়ন দেয়া হয় কৃষ্ণ নন্দীকে। এতে নেতাকর্মীদের মধ্যেও এক ধরনের ইতিবাচক চমক তৈরি হয়েছে।


গত কয়েক মাস ধরে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে নিয়মিত দেখা গেছে কৃষ্ণ নন্দীকে। শুধু ব্যক্তিগত উপস্থিতি নয়, তার নেতৃত্বে হিন্দু নারী-পুরুষের অংশগ্রহণও ছিলো চোখে পড়ার মতো।


মনোনয়ন পেয়ে কৃষ্ণ নন্দী বলেন, “হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান—সবার উপরে মানুষ। আমি সেই মানুষ হিসেবে রাজনীতিতে যেতে চাই, মানুষের উন্নয়ন করতে চাই। ধর্ম-বর্ণের ভেদাভেদ না থাকার রাজনীতি করতে চায় জামায়াত, তাই তারা আমাকে মনোনয়ন দিয়েছে।”


স্থানীয়দের মতে, জামায়াত ইসলামের মতো দল থেকে একজন হিন্দু প্রার্থী মনোনয়ন পাওয়ায় চার ধর্মের মানুষের মধ্যেই উৎসাহ দেখা যাচ্ছে। তারা বলছেন, এটি নতুন কৌশল হলেও সামগ্রিকভাবে ইতিবাচক প্রভাব ফেলবে।


খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার বলেন, “সকল ধর্ম-বর্ণের মানুষকে গ্রহণ করে রাজনীতি হওয়া উচিত। তাই এ সিদ্ধান্ত রাজনীতিতে অবশ্যই ইতিবাচক প্রভাব ফেলবে।”


বটিয়াঘাটা ও দাকোপ নিয়ে গঠিত খুলনা-১ আসনে সংখ্যালঘু প্রার্থীর জয়ের নজির রয়েছে অতীতেও। তবে এখনো এই আসনে বিএনপি কোনো প্রার্থী ঘোষণা করেনি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com